সুনামগঞ্জে আদালত থেকে পালানো সেই আসামি কারাগারে
সুনামগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়ার ৯ দিন পর স্ত্রী হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর থানার পুলিশ সিলেট শহরের লালদিঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ইকবাল হোসেন জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগেরগাঁওয়ের রমজান আলীর ছেলে।
পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ও স্ত্রী হত্যা মামলাসহ দুইটি মামলার আসামি ইকবাল হোসেনকে শনিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল আহমদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত ইকবাল হোসেনের জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আশেক সুজা মামুন বলেন, সিলেট থেকে গ্রেপ্তারের পর দুইটি মামলার আসামি হিসেবে ইকবাল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ জুন স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার ঘটনায় ইকবাল হোসেনের বিরুদ্ধে খুনের মামলা হয়। গত ৯ ডিসেম্বর সকালে জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দিতে নিয়ে আসলে আসামি ইকবাল হোসেন আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।