ভারতে কৃষক আন্দোলনের মুখে আইন সংশোধনের প্রস্তাব সরকারের

ভারতে নতুন কৃষি আইনের প্রতিবাদে টানা ১৪ দিন ধরে চলছে কৃষকদের বিক্ষোভ। দিল্লি স্থবির করে দিয়ে কৃষকরা এখনও নিজেদের অবস্থানে অনঢ়। তাতেই আসছে পরিবর্তন। অবশেষে কৃষি আইন সংশোধনীর প্রস্তাব দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

বুধবার সকালে পাঁচটি প্রস্তাব লিখিত আকারে কৃষকদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। কেন্দ্র সরকারের এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনায় বসেছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, কৃষকদের ক্ষোভ মেটাতে পাঁচ দফা প্রস্তাব রেখেছেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

পাঁচ দফা প্রস্তাব হলো: ১. ন্যূনতম সহায়ক মূল্য বাতিল করা হবে না, কেন্দ্র এই নিয়ম মেনে চাষিদের কাছ থেকে ফসল কিনবে। ২. কৃষিমান্ডি আরও উন্নত ও মজবুত করা হবে। ৩, চাষিদের কাছ থেকে ফসল কিনতে হলে ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করতে হবে। ৪, চুক্তিভিত্তিক চাষের ক্ষেত্রে সমস্যা হলে সাধারণ আদালতে যেতে পারবেন চাষিরা। ৫, ফসলের আগাছা জ্বালানো সম্পর্কিত কঠোর আইনে পরিবর্তনের আশ্বাস।

এ বিষয়ে কৃষকদের ভাষ্য, কেন্দ্রের প্রস্তাব আমরা আলোচনা করে দেখতে পারি। কিন্তু এই কৃষি আইন প্রত্যাহার করতেই হবে। নয়তো আন্দোলন চলবেই।

তাদের আরও দাবি, কেন্দ্র সরকার আইন প্রত্যাহার করছে না। এটা কৃষকদের সম্মানের বিষয়। তাই নিজেদের অবস্থান থেকে একচুলও সরবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *