OpinionPolitics

বাংলাদেশের মানুষকে নিয়ে ইউনুসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য

আবদুল্লাহ আল হোসাইন, যুক্তরাজ্য

সদ্য সমাপ্ত লন্ডন সফরে চ্যাথাম হাউজের প্রোগ্রামে, সংস্কার কেন জনগণের হাতে ছেড়ে দিচ্ছেন না এমন প্রশ্নের জবাবে দখলদার ইউনুস বাংলাদেশের জনগণকে রীতিমতো ভোট বিক্রেতা বলেছে। ইউনুসের ভাষ্যমতে, বাংলাদেশের জনগণের মনোভাব হচ্ছে, “কিছু টাকা দিয়ে দাও, আমি তোমাকে ভোট দিব। এটাই সব, সব ভোটকেই এমন বলা যায়।”

বিদেশের মাটিতে বসে, নিজের দেশের জনগণ সম্পর্কে এমন অপমানজনক কথা বিশ্বের কোন সরকার প্রধান কখনোই বলেনি। কিন্তু দখলদার ইউনুসের সেটা বলতে মুখে আটকায় নি। তার কাছ থেকে এটা অবশ্য অপ্রত্যাশিতও না। বাংলাদেশের জনগণের বিষয়ে সে কোন উচ্চ ধারণা পোষন করেন এটা মনে করার মতো কোন কাজ জীবনেও করে নি। বরং দেশের মানুষকে গরীব, অসহায় হিসেবে ব্রান্ডিং করেই সে তার ক্ষুদ্র ঋণ আর সামাজিক ব্যবসার ধান্দা ফেরি করে বেড়িয়েছে।

নিজেদের দেশের অন্যতম বড় রাজনৈতিক দল দাবি করা বিএনপি ইউনুসের এই বক্তব্য নিয়ে টু শব্দটুকু পর্যন্ত করে নাই। মানে তারাও স্বীকার করে নিসে তাদের সমর্থকরা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে। যেকোন মূল্যে ক্ষমতায় যাবার লোভে মত্ত বিএনপি যেমন অতীতে নিজ স্বার্থে যুদ্ধাপরাধী দেশদ্রোহী জামাতের সাথে জোট বেঁধেছে, ঠিক তেমনে বাটপার ইউনুসের সাথেও যেকোন ডীলে যেতে পারে। ইউনুস দেশকে যতোই ধ্বংস করুক কিংবা দেশের জনগণকে যতোই অপমান করুক, তাতে তাদের কিচ্ছু আসে যায় না। লন্ডনে তারেকের সাথে ইউনুসের বৈঠকই এর প্রমাণ।

ইউনুসের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগও। এটা একটা ছোট্ট নিদর্শন, দেশের জনগণের বিষয়ে কারা কি ভাবে। ইতিহাস স্বাক্ষী, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। এই অবৈধ ইউনুসশাহী শাসনের বিরুদ্ধেও আওয়ামীলীগই সংগ্রাম করবে, এবং জনগণকে সাথে নিয়ে তাতে বিজয়ীও হবে। আমি নিশ্চিত ভবিষ্যতে ইউনুসশাহী অপশাসন, নৈরাজ্য ও জনগণকে অপমানের বিষয়ে বিএনপি সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা ছিলো সেটাও মানুষ মনে রাখবে।