কুকুর মারতে গিয়ে নিজের গুলিতে ব্যবসায়ী নিহত
চট্টগ্রামের রাউজানে গুলি করে কুকুর মারতে গিয়ে কুকুরসহ কোব্বাত হোসেন (৪৮) নামে এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কোব্বাত আলী দুই মাস আগে প্রবাস থেকে এসে তার নামে লাইসেন্স করা বন্দুকটি রাউজান থানা থেকে নিয়ে আসেন। দুই নলা সেই বন্দুক দিয়ে কুকুর মারতে গিয়ে ওই ব্যবসায়ীও গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কোব্বাত হোসেন রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়া এলাকার মদিনা আবাসিক এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি দুই ছেলে দুই মেয়ের জনক।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, তিনি একজন প্রবাসী ব্যবসায়ী। তিনি দুইমাস আগে অস্ত্রটি রাউজান থানা থেকে নিয়ে যান। নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে কুকুর মারতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কুকুরটিও মারা গেছে। নিহত কোব্বাতের লাশের ময়নাতদন্ত করা হবে।