সরকার চালাচ্ছেন আমলারা: মির্জা ফখরুল
আওয়ামী লীগ পুরোপুরি কর্তৃত্ববাদের দলে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাস আলমগীর বলেছেন, আমলারাই সরকার পরিচালনা করেছেন। আর রাজনীতিবীদরা পিছনে চলে গেছেন। ক্ষমতায় টিকে থাকতে রাজনীতিকরা আমলাদের তুষ্ট করছেন, যা আইয়ুব খান ও এরশাদের আমলে হয়েছে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সর্বশেষ অনুষ্ঠিত পৌরসভার ফলাফল প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বলেন, প্রথম দফার পৌরসভার ফল পূর্বনির্ধারিত। ২০২০ সালে সরকারের কর্তৃত্ববাদের চেহারা পরিষ্কার হয়েছে। এ বছর ধর্ষণ, দুর্নীতি, লুটপাট, জনগণের অধিকার হরণ হয়েছে সবচে বেশি। তাই এ বছরে ভালো কিছু প্রাপ্তি নেই। তবে ২০২১ সালে অন্তত জনগণের অধিকার ফিরে পাবে এবং ঐক্যবদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব বলেন, আগেও বলেছি ইভিএম আমাদের দেশের জন্য উপযোগী নয়। এতে সব চেয়ে বেশি ভোট চুরি হচ্ছে। কারণ ভোট যেখানেই দেন না কেন তাদের কাছেই বেশি যাবে। কারণ সে ভাবেই মেশিন আগে প্রস্তুত করে রাখা হচ্ছে।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি হচ্ছে সব চেয়ে বেশি। তিনি আরও বলেন, বেশিরভাগ উন্নয়ন হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। বর্তমানে যা হচ্ছে তার অর্ধেকের বেশি চুরি হচ্ছে।
এ সময় জেলা বিএনএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি আল মামুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিন দিনের সফরে আসা মির্জা ফখরুল ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।