যেভাবে আফ্রিকাকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শনিবার আফ্রিকা সফরে যান। মিশরে যাওয়ার মাধ্যমে তার এ সফর শুরু হয়।রোববার মিশরের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মিশর সফর শেষে ইথিওপিয়া, উগান্ডা এবং কঙ্গোতে যাবেন লাভরভ।
গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আফ্রিকার দেশগুলোকে নিজেদের পক্ষে আনার জন্যই মহাদেশটিতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।
আফ্রিকার দেশগুলোকে পক্ষে আনার জন্য রাশিয়া বলছে, তারা আফ্রিকার দেশগুলোকে পশ্চিমাদের উপনিবেশ থেকে পুরোপুরি মুক্ত হতে সহায়তা করবে।
তবে এটি এখন পর্যন্ত পরিস্কার যে আফ্রিকার দেশগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনো দেশের পক্ষে অবস্থান নিতে চায় না।
তবে আফ্রিকায় এ স্নায়ুযুদ্ধের অনেক বড় প্রভাব পড়েছে। অঞ্চলটিতে দ্বন্দ্ব বেড়ে গেছে এবং উন্নয়ন কার্যক্রম থমকে গেছে।
বর্তমানে সবচেয়ে বড় ভয় সেটি হলো খাদ্যদ্রবের মূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়া। আফ্রিকার চাহিদার মোট ৪০ ভাগ গম আসে রাশিয়া এবং ইউক্রেন থেকে।
আফ্রিকার নেতারা ভালোভাবে জানেন, যখন দেখা যাবে সাধারণ জনগণ খাদ্যকষ্টে পড়ছে তখন তাদের নেতৃত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।
সূত্র: বিবিসি