গাজায় ইসরায়েলের বিমান হামলা

দখলকৃত গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে তারা খান ইউনুস ও দেইর আল বালাহ শহরে দু’টি শস্য ক্ষেত্রে বোমাবর্ষণ করেছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে চালানো ওই হামলায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামাসের একটি সুড়ঙ্গে আঘাত হেনেছে। গাজা থেকে হামাসের রকেট হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয় বলে জানায় তারা। খবর আল জাজিরার।

ফিলিস্তিনের প্রত্যক্ষদর্শীরা জানান, খান ইউনিস ও দেয়ার আল-বালাহে দু’টি কৃষি অঞ্চলে তিনটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

মঙ্গলবার খান ইউনুসের কাছ থেকে রকেট নিক্ষেপের কয়েক ঘন্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছিল, যে তারা এমন একটি একটি সুড়ঙ্গ পেয়েছে, যা গাজা থেকে কয়েকশ’ মিটার ইসরায়েলে প্রবেশ করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর আরেকজন মুখপাত্র জোনাথন কনরিকাস বলেন, কারা সুড়ঙ্গটি খনন করেছিল, তা ইসরায়েল জানে না। তবে ফিলিস্তিনিদের ছিটমহলে সমস্ত তৎপরতার জন্য হামাসকে দায়ী করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *