বিষ দিয়ে পেঁয়াজের বীজতলা নষ্ট
পাবনার সাঁথিয়া উপজেলায় বিষ দিয়ে কৃষকের পেঁয়াজের বীজতলা নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার আফড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে কৃষকের ৯৫ শতাংশ জমির পেঁয়াজের বীজতলা বিষ দিয়ে নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ বিঘা জমিতে বপনের দানা মরে গেছে এবং প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সংশ্নিষ্ট সূত্র জানায়, আফড়া গ্রামের কৃষক চেনিলাল, কাজী লাল, সানোয়ার ও আনোয়ার চার ভাই মিলে তাদের ৯৫ শতক জমিতে বীজতলা তৈরি করেন। সেখানে ভালোভাবেই পেঁয়াজের দানা জন্মায়। বপনের ৪-৫ দিন পর পেঁয়াজের চারা মরে যাওয়ায় তারা বুঝতে পারেন, এই বীজতলায় আগেই বিষ দেওয়া হয়েছে। তাদের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জেরে বীজতলায় আগাছা নাশক বিষ দেওয়া হয়েছে, যা তারা বুঝতে পারেননি।
সোমবার আফড়া গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, বীজতলায় কিছু দানা আছে তবে তা মরে গেছে। পরে মাঠের মধ্যে গিয়ে পেঁয়াজের দানা বপন করা জমি থেকে কিছু মরা দানা তুলে দেখা যায়, পেঁয়াজের দানার গোড়ার অংশ পচা ও আগা মরা।
আফড়া গ্রামের কৃষক মালু, ইজাই, আবুসহ বেশ কয়েকজন সমকালকে জানান, চেনিলালের কাছ থেকে পেঁয়াজের দানা ক্রয় করে আমরা জমিতে বপন করেছিলাম। আমাদের সব দানা পচে মরে গেছে। তারা জানান, এনজিও থেকে ঋণ নিয়ে পেঁয়াজের আবাদ করেছিলেন, তাদের সব শেষ হয়ে গেছে। ওই জমিতে যে আবার পেঁয়াজ লাগাবেন তার দানা কেনার টাকাও নেই। এ ঘটনায় চেনিলাল বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
বীজতলার মালিক চেনিলাল সমকালকে বলেন, ‘বড় স্বপ্ন নিয়ে পেঁয়াজের বীজতলা করেছিলাম। দানাও সুন্দর হয়েছিল। ভালো দানা দেখে অনেকেই আমার থেকে কিনে নিয়েছিল। তারাও ক্ষতিগ্রস্ত হলো আমরাও শেষ হয়ে গেলাম।’
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার গোস্বামী বলেন, ‘সুপারভাইজার খবর পেয়ে ওই জমি থেকে কিছু দানা নিয়ে এসেছে। দানা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে কোনো বিষ দেওয়া হয়েছে। তবে ল্যাবে নিয়ে পরীক্ষা করলে সঠিক তথ্য জানা যাবে। রাতের আঁধারে কৃষকের এ রকম ক্ষতি করা দুঃখজনক।’
সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা করা হবে।