জাপার বিজয় নিশ্চিত জেনে অনেক ভোটার কেন্দ্রে আসেননি: জিএম কাদের
রংপুর-৩ সদর আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত জেনে বেশির ভাগ ভোটার ভোটকেন্দ্রে আসেননি।
সোমবার দুপুরে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মহাজোট সরকারের অঙ্গীকার ছিল। এরই অংশ হিসেবে ক্যাসিনো ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের পদক্ষেপে পাশে থাকবে জাতীয় পার্টি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে যখন যেভাবে সহযোগিতা চাইবেন আমরা দেবো।
জাপা চেয়ারম্যান বলেন, সদর আসনের উপনির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি জাতীয় পার্টি আগের চেয়ে শক্তিশালী হয়েছে। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রংপুরের মাটি জাতীয় পার্টির ঘাঁটি, যা এবারেরও নির্বাচনেও প্রমাণ হয়েছে। জিএম কাদের আরও বলেন, দলের যারা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে সমর্থন না দিয়ে বিরোধিতা করেছে, তাদের ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর-৩ সদর আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য রাহাগীর আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাকসহ নেতাকর্মীরা।