খালেদা জিয়ার জামিন নিয়ে দ্বন্দ্বে নেতাকর্মীরা: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়ার মুক্তি প্যারোলে না জামিনে হবে, তা নিয়ে দলের নেতাকর্মীরা দ্বন্দ্বে লিপ্ত। নেত্রীর মুক্তি যেন রাজপথে হয়- এই কথা তারা বিবেচনায় নিচ্ছেন না। দোয়া মাহফিল, মানববন্ধন, প্যারোল ও জামিন নিয়ে তর্ক-বিতর্কের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ হয়ে পড়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল ও যুবদল এই দোয়া মাহফিলের আয়োজন করে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় কেক কাটা না হলেও মিলাদ, ফ্রি মেডিকেল ক্যাম্প, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণসহ নানা আয়োজনে দিবসটি পালন করেছেন নেতাকর্মীরা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে গিয়ে যদি লক্ষ লোক জেলে যাই- সেটিই হবে তার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা। যদি রাজপথে গুলিতে মারা যাই সেটাই হবে জাতীয়তাবাদী শক্তির নেত্রী খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ মর্যাদা প্রদর্শন করা। তাই আসুন রাজপথ দখল করার প্রত্যয়ে সবাই সরব হই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সারাদেশের মানুষ এখন একটা খোলা জেলে বন্দি। উপরের আকাশ খোলা, বাতাসও পাওয়া যাচ্ছে কিন্তু তারা ঠিকই বন্দি আছেন। তাদের ভোটাধিকার নেই, জীবনের মূল্য নেই, জীবনের নিরাপত্তা নেই, আর্থিক সচ্ছলতাও নেই।

যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের মোরতাজুল করীম বাদুর, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর হোসেন, রফিকুল আলম মজনু, শফিউল আলম মিল্টন, গোলাম মাওলা শাহিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মহানগর বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল উত্তরের উদ্যোগে দুস্থ ছাত্রদের মধ্যে বস্ত্র বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী। এই সময়ে স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদির ভূঁঁইয়া জুয়েল, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাদ জোহর নয়াপল্টনে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার রাজধানীর শ্যামপুরের কদমতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময়ে দলের শিল্পবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর নেতা তানভীর আহমেদ, জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এতিমখানার শিক্ষার্থী ও দুস্থ মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *