‘তারুণ্যের প্রত্যাশায় আওয়ামী লীগ’ প্রচারিত হবে সোমবার
আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ওয়েবিনার ‘তারুণ্যের প্রত্যাশায় আওয়ামী লীগ’ প্রচারিত হবে ২২ জুন সোমবার রাত সাড়ে ৮টায়।
অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এছাড়া দৈনিক সমকাল, দৈনিক ইত্তেফাক, বিডিনিউজ২৪ এবং সময় টিভির ফেসবুক পেজ ও বিজয় টিভির পর্দায় সরাসরি প্রচারিত হবে এই অনুষ্ঠান।
এতে আলোচক হিসেবে যুক্ত হবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু এবং মারুফা আক্তার পপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।