করোনাক্রান্ত প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নাতাশা সুরি
এবার প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ও অভিনেত্রী নাতাশা সুরি করোনা আক্রান্ত হয়েছেন। জানা যায, বেশ কয়েকদিন আগে জরুরি কাজে পুনে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন। এরপর করোনা টেস্ট করালে রেজাল্ট পজেটিভ আসে।
ভারতীয় গণমাধ্যমকে নাতাশা বলেন, বর্তমানে আমি বাড়িতেই কোয়ারান্টিনে আছি। আমার এখনো জ্বর ও দুর্বলতা আছে। আমি ওষুধ খাচ্ছি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছি। আমি দাদী ও বোনের সঙ্গে থাকি, তাই তাদেরও পরীক্ষা করা হবে।
সামনেই মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর ছবি ‘ড্যাঞ্জারাস’। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ছবির প্রমোশনে থাকতে পারবেন না তিনি।
ছবির প্রোমোশনে না থাকতে পারার বিষয়টি জানিয়ে নাতাশা বলেন, ড্যাঞ্জারাস ছবিটি নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। কারণ এতে আমি কয়েকজন ভালো অভিনেতার সঙ্গে কাজ করেছি। তবে করোনার কারণে সবার কথা চিন্তা করেই আমি ছবিটির প্রমোশনে থাকতে পারছি না।