দিহানের বাসার দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি ফারদিন ইফতেখার দিহানের বাসার দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে দারোয়ান দুলালকে কলাবাগান থানায় নিয়ে আসা হয়।
কলাবাগান থানার পরিদর্শক তদন্ত আ ফ ম আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানান। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী হিসেবে তার কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, তাকে এখনও আটক বা গ্রেফতার দেখানও হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার সংশ্লিষ্টতা পেলে তাকে আইনের আওতায় আনা হবে।