আল-জাজিরার প্রতিবেদন সবটুকু না হলেও অধিকাংশ সত্য: নুরুল হক

আল-জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনের ‘সবটুকু সত্য না হলেও অধিকাংশ সত্য’ বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। বাংলাদেশের ওপর ওই প্রতিবেদনের একটি দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে—এমন আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদনে উঠে আসা তথ্যগুলোর তদন্ত দাবি করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এসব কথা বলেন নুরুল হক। গত সোমবার বাংলাদেশ নিয়ে আল-জাজিরায় প্রচারিত প্রতিবেদনটি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী এই প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

প্রতিবেদনটির বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, আল-জাজিরার প্রতিবেদনটি নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তথ্যভিত্তিক একটা শক্তিশালী ডকুমেন্ট উপস্থাপন করা হয়নি। যেগুলো করা হয়েছে, সেগুলো কোনো স্পষ্ট বার্তা দেয় না। সরকারের ভেতরে ক্ষমতার অপব্যবহার ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে অপরাধী ও দুর্বৃত্তদের যোগসাজশের একটা ‘মেসেজ’ আল-জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে। বাংলাদেশের আইনকানুন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দুর্বল ও ঠুনকোভাবে কাজ করে, এটিও সেখানে উঠে এসেছে। এর একটি দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব বাংলাদেশের ওপর পড়বে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে নুরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ হতাশ, নাকি আওয়ামী লীগের একটা অংশ হতাশ? আমি হতাশ নই। কারণ, আমি মনে করি যে আল-জাজিরার প্রতিবেদনের সবটুকু সত্য না হলেও অধিকাংশ সত্য। আমার বিশ্বাস, এই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগেরও সবাই হতাশ নন, কারণ সবাই দুর্বৃত্তদের কখনোই প্রশ্রয় দেন না। প্রতিবেদনটিতে সংঘবদ্ধ দুর্বৃত্তায়ন সচিত্রভাবে উঠে এসেছে।দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চলছে। এই ফ্যাসিবাদের দোসররা কীভাবে দেশকে জিম্মি করছে, তা ওই প্রতিবেদনে উঠে এসেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *