তারেক রহমানকে সাজা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

গতকাল নড়াইল আদালতে অসত্য, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাজা দেয়ার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

আজ এক বিবৃতিতে আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ এবং হেলেন জেরিন খান বলেন, “করোনা ভাইরাসের চলমান দুর্বিষহ অবস্থায় বর্তমান শাসকগোষ্ঠী মানুষের দুর্ভোগ লাঘবে সচেষ্ট না হয়ে বরং নিজেদের ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুমের স্টিমরোলার অব্যাহত রেখেছে। এর ধারাবাহিক অংশ হিসেবে গতকাল নড়াইল আদালতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ণ-নির্যাতন চালিয়ে তাদের মনোবল ভেঙ্গে দিতে সরকার দিনের পর দিন হিংস্র থেকে আরও হিংস্র রূপ ধারণ করছে। বিএনপি নেতাকর্মীদেরকে বিনা কারণে নানা কায়দায় শায়েস্তা করা যেন ফ্যাসিবাদী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। রাজসিংহাসন যাতে হাতছাড়া না হয় সেজন্য বর্তমান শাসকগোষ্ঠী দেশের বিচারিক ব্যাবস্থাকে আয়ত্বে নিয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ সারাদেশের নেতাকর্মীদেরকে বানোয়াট ও সাজানো মামলায় সাজা দিতে মরিয়া হয়ে উঠেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আওয়ামী অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার চরম শিকার বলেই তাঁকে গতকাল নড়াইল আদালত মিথ্যা মামলায় সাজা দিয়েছে। জনাব তারেক রহমানের বিরুদ্ধে এই রায় বর্তমান সরকারপ্রধানের ইচ্ছারই প্রতিফলন। এটি বাংলাদেশের ইতিহাসে আরও একটি নজীরবিহীন ঘটনা হয়ে থাকবে।
আমরা এই রায় প্রত্যাখান করে রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই রায় প্রত্যাহারের জোর আহবান জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *