আমরা বিশ্ববাসীর কাছে বেইমানের জাতি: বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, এই বাংলাদেশে আমরা দেখতে চাই না, ওই বাংলাদেশ- যে বাংলাদেশের নেতা এই শহরের এই জেলার সর্বোচ্চ অট্টালিকার মালিক হয়েছে। যারা এই ধরনের রাজনীতি করে তাদের আমি বলতে চাই, আসুন- আমরা মানুষের কাছে যাই, মানুষের অন্তরের কথা শুনি, মানুষের বিবেক কী বলে, মানুষের চোখের ভাষা বোঝার চেষ্টা করি।
শুক্রবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্বুল অ্যান্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত তিন দিনব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে আমরা যা খুশি তাই করব- এই জন্য জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দেননি। জাতির পিতার স্বপ্নের স্বাধীনতা ছিল, সবাই মিলেমিশে আমরা বাংলাদেশকে গড়ে তুলব।
তিনি আরও বলেন, আমরা হলাম বিশ্ববাসীর কাছে বেইমানের জাতি। এই কারণে বিশ্ববাসী, বিশ্ব নেতারা বলেছেন- যারা শেখ মুজিবের মতো মহান নেতাকে হত্যা করতে পারে, তাদেরকে বিশ্বাস করা যায় না। বাঙালিদের বিশ্বাস করা যায় না। তারা বলেছেন, যারা এই মহান নেতাকে হত্যা করতে পারে তারা অনেক কিছুই করতে পারে। আর যাই হোক তাদের সঙ্গে চলাফেরা করা যায় না, বন্ধুত্ব করা যায় না, তাদেরকে বিশ্বাস করা যায় না। ৭৫-এর খুনি যারা ছিল তারা পাকিস্তানের দোসর, যারা আইএসএর এজেন্ড, যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারাই জাতির পিতাকে হত্যা করেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আ. রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ স্থানীয় নেতারা।
পরে হারমোনিয়ামের জাদুকর নকুল কুমার বিশ্বাসসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন।