যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালিত

মহান স্বাধীনতা দিবসে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যা এবং গতকাল দেশের বিভিন্ন জেলা ও মহানগরে অনুষ্ঠিত মিছিলে আবারও পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে আজ ২৮ মার্চ ২০২১, রবিবার দেশের সকল জেলাধীন উপজেলা/থানা ও পৌর ইউনিট এবং মহানগরগুলোর অধীন সকল থানা সমূহে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

সংগঠন তিনটির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন অঞ্চলে মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার ও আহত করেছে। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল হক নুরুকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ।

শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আজকেও পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের হামলা দেশকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে উল্লেখ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এক বিবৃতি বলেছেন-দেশ থেকে আইনের শাসন সম্পূর্ণরুপে তিরোহিত হয়ে গেছে। দেশের জনগণকে শত্রু ভেবে এখন জনগণের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী। যেহেতু বর্তমান আওয়ামী সরকার জনগণের ভোট ডাকাতির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আছে, তাই জনগণের কল্যাণ সাধন নয়, বরং এই করোনাকালে মানুষের বুকে গুলি চালাতে ও হামলা চালিয়ে তাদেরকে আহত করতে দ্বিধা করছে না। দেশকে পুরোপুরি মৃত্যু উপত্যকা বানিয়ে ফেলেছে গণবিচ্ছিন্ন বর্তমান শাসকগোষ্ঠী। সরকারের জুলুম ও ভয়াবহ দুঃশাসন মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার বিকল্প নেই।

ঠাকুরগাঁওয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল হক নুরু এবং ঢাকা মহানগর উত্তর দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের ৫জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।
এছাড়া সরকারদলীয় সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সাজিদ হাসান রনি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মোঃ শহীদুজ্জামানের আশু সুস্থতা কামনা করছি।
দেশের অন্যান্য জেলা ও মহানগরেও পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। আমরা তাদেরও দ্রুত সুস্থতা কামনা করছি। ”

আজকের বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *