‘দৈনিক নবযুগ’ এর বিরুদ্ধে রাষ্ট্রদোহীতার অভিযোগে মামলা দায়ের প্রসঙ্গে
এই পত্রিকার মনযোগী পাঠকেরা জাননে আমরা গত ২৭শে ফেব্রুয়ারী আল-জাজিরার তথ্যচিত্র ও কারাগারে লেখক মুশতাক আহমদ-এর মৃত্যুকে নিয়ে পাঠকদের মন্তব্য ও লেখা আহবার করি। আমরা অভূতপূর্ব সাড়া পাই এই আহবানের প্রেক্ষিতে এবং আমরা কিছু প্রতিনিধিত্বশীল মন্তব্য নির্বাচন করে ‘আল জাজিরার তথ্যচিত্র, কারাগারে মুশতাকের মৃত্যু ও প্রবাসীদের ভাবনা’ শীর্ষক প্রবন্ধ প্রকাশ করি ২২শে মার্চ। এই প্রবন্ধে আমরা তুলে ধরার চেষ্টা করেছি প্রবাসী বাংলাদেশীদের ঊর্ধ্বগামী নির্লিপ্ত আগ্রহ দেশকে ঘিরে এবং চেষ্টা করেছি তাদের এই ক্রোধ ও হতাশাকে কন্ঠস্বর দেয়ার। একইসাথে আমরা সরকারের অবস্থান সমর্থন করে যে মন্তব্যগুলো পেয়েছি সেগুলো ছাপাইনি কেননা এগুলোর বেশিরভাগই ছিলো অশালীন, হুমকিমূলক ও অভব্য ভাষা-প্রধান। সরকারের অবস্থান কি এই প্রসঙ্গে তা আমরা সকলেই জানি কেননা তারা সংবাদ সম্মেলন করে এবং বিভিন্ন প্রেস ব্রিভিং-এ তাদের বক্তব্য তুলে ধরেছেন। তাদের বক্তব্য প্রকাশের জন্যে প্ল্যাটফর্মের অভাব নেই।
কিন্তু সাধারণ মানুষের সেই সুবিধা নেই। তাদের প্ল্যাটফর্ম দেয়াটাই উদ্দেশ্য ছিলো। আমরা গত দুদিনে অবগত হয়েছি আওয়মী লীগ এর আইনজীবী সমিতির একটি অঙ্গসংগঠনের সাংগঠনিক সম্পাদক আমাদের সম্পাদকীয় বিভাগ, আমাদের প্রকাশক ও উল্লেখিত প্রবন্ধে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে (আদালত – ০৫) রাষ্ট্রদোহীতার অভিযোগে মামলা দায়ের করেছেন যা অতিরিক্ত চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হক আমলে নিয়েছেন (সি.আর. মামলা নং – ১২০/২০২১) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করবার নির্দেশ দিয়েছেন বাদীপক্ষকে। মামলা করা হয়েছে ফৌজদারী আইন ১৮৬০ এর ১২৩ক, ১২৪ক, ৫০৫, ৫০৫ক ও ৩৪ ধারার অধীনে।
যেহেতু মামলার কার্যক্রম চলমান, আমরা এ-ব্যাপারে কোনো মন্তব্য বর্তমানে করবো না বিচারিক কার্যক্রমের প্রতি শ্রদ্ধাবশতঃ। কিন্তু একটা ব্যাপারে কিছু না বললেই নয়। বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার অস্তিত্ব বর্তমানে সংকটাপন্ন এবং মতামত প্রকাশের অধিকার ভয়ঙ্করভাবে খর্বিত। এটি আমাদের বক্তব্য নয় শুধু, যেকোনো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রিপোর্টের দিকে তাকালে আমরা এই ব্যপারে অন্যদের ধারণা কেমন তা সহজেই দেখতে পাই। সরকার আসবে, সরকার আবার চলেও যাবে। কিন্তু এইসমস্ত সাংবিধানিক অধিকার যেভাবে খর্বিত হচ্ছে, তা ফেরত না পেলে বাংলাদেশের স্বাধীনতার মর্যাদা কিভাবে রক্ষা করা যাবে ভবিষ্যতে আমরা জানি না। কিন্তু সেই ভবিষ্যতকে নিয়ে যথাযথভাবে লিখবার মতো সাংবাদিকরা হয়তো থাকবেন না।
সম্পাদকীয় বিভাগ, দৈনিক নবযুগ
সংশোধনী (০৬/০৩/২০২২) – উপরোক্ত সংবাদ প্রকাশিত হয়েছিল ৩রা এপ্রিল ২০২১-এ। সে সংবাদে আমাদের প্রকাশিত ‘আল জাজিরার তথ্যচিত্র, কারাগারে মুশতাকের মৃত্যু ও প্রবাসীদের ভাবনা’ প্রতিবেদনের প্রকাশকাল উল্লেখ করা হয়েছিল ২৭শে মার্চ ২০২১, যা সঠিক ছিল না। ‘আল জাজিরার তথ্যচিত্র, কারাগারে মুশতাকের মৃত্যু ও প্রবাসীদের ভাবনা’ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ২২শে মার্চ ২০২১-এ। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্যে আমরা দুঃখিত।