সাকিব–তামিমের ম্যাচে মোস্তাফিজের ৫ উইকেট
মোস্তাফিজুর রহমান।ছবি: প্রথম আলো
মোহামেডান বনাম প্রাইম ব্যাংক। অন্যভাবে বললে, সাকিব আল হাসান বনাম তামিম ইকবাল! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার আজ মুখোমুখি প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে। তবে এখন পর্যন্ত ম্যাচের সব আলো প্রাইম ব্যাংকের পেসার মোস্তাফিজুর রহমানের ওপরই। মাত্র ২২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।
মোহামেডানের সাকিব আল হাসান ও শামসুর রহমান ভালোই খেলছিলেন। ওপেনার পারভেজ হোসেনের ফিফটি দুই অভিজ্ঞকে ভিত গড়ে দিয়েছিল বড় রান করার। কিন্তু মোস্তাফিজ যেন তাঁর জাদুটা জমা করে রেখেছিলেন ডেথ ওভারের জন্যই!
৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম ৫ উইকেট নেন মোস্তাফিজ। ৫টি উইকেটই নিয়েছেন তাঁর শেষ দুই ওভারে। টি-টোয়েন্টিতে এটি মোস্তাফিজের দ্বিতীয় পাঁচ উইকেট। এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষেও ২২ রানে ৫ উইকেট নেন এই বাঁ-হাতি।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮০ ভাগ উইকেটই মোস্তাফিজ নিয়েছেন ডেথ ওভারে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ১৮তম ওভারে বোলিংয়ে এসে সাকিবকে ইয়র্কারে বোল্ড করে নেন প্রথম উইকেটটি। এরপর ফেরান শামসুর, শুভাগত হোম, আবু হায়দার ও তাসকিন আহমেদকে।
শেষ দুই ওভারে তো যেন চোখের পলকে ৫ উইকেট নিলেন মোস্তাফিজ! মোস্তাফিজের বোলিংয়ের সামনে ১৩৬ রানে তৃতীয় উইকেট হারানো মোহামেডানের ইনিংস থামে ১৫০ রানে। শেষ ৫ ওভারে মাত্র ৩৬ রান তোলে মোহামেডান। উইকেট হারিয়েছে ৭টি। এ প্রতিবেদন লেখার সময় প্রাইম ব্যাংক মাত্র ব্যাটিংয়ে নেমেছে।
অথচ মোহামেডান ইনিংসের শুরুটা দেখে এমন ধস কেউই কল্পনা করেননি। ওপেনার পারভেজ ও মাহমুদুল হাসান নতুন বলে ওভারপ্রতি প্রায় ১০ রান করে তোলেন।
নাহিদুল ইসলামের অফ স্পিনে ৪০ রানের ওপেনিং জুটিটি ভাঙলেও পারভেজের ৩৮ বলে ৫০ রানের ইনিংস মোহামেডানের রানের গতিটা ধরে রাখে। কিন্তু অলক কাপালির বলে পারভেজ আউট হওয়ার পর পরের ব্যাটসম্যানদের আর লম্বা ইনিংস খেলতে দেননি মোস্তাফিজ।