আমিরকে পাকিস্তান দলে ফেরার পথ বাতলালেন পিসিবির প্রধান নির্বাহী
মোহাম্মদ আমির কি শহীদ আফ্রিদির পথে হাঁটবেন? বারবার অবসরের ঘোষণা দিয়েও ফিরে এসেছেন আফ্রিদি। আমিরও কি সে পথে হাঁটবেন? ইঙ্গিত কিন্তু তেমনই মিলছে!
গত বছর অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন মোহাম্মদ আমির। মাত্র ২৯ বছর বয়সে তাঁর এমন সিদ্ধান্তে ভূমিকা রেখেছিলেন পাকিস্তানের দুই কোচ। প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের বিমাতাসুলভ আচরণের প্রতিবাদে নেওয়া সে সিদ্ধান্ত পাল্টানোর কথা নাকি এরই মধ্যে ভাবতে শুরু করেছেন আমির।
এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান জানালেন, চাইলেই পাকিস্তানের হয়ে আবার খেলতে পারবেন আমির। সেটা কীভাবে, সেই পথও দেখিয়ে দিয়েছেন প্রধান নির্বাহী।
অবসর নেওয়ার পর থেকেই আলোচনায় আছেন আমির। প্রকাশ্যে দুই কোচের সমালোচনা করেছেন। পাকিস্তান দলের পরিবেশ নিয়ে আলোচনা তুলেছেন। এমনকি মিসবাহ ও ইউনিস সরে গেলে জাতীয় দলে ফিরতে পারেন, এমন ইঙ্গিতও দিয়েছেন। সাবেক খেলোয়াড়েরা আবার এমন কথায় ক্ষুব্ধ হয়েছেন। কোনো খেলোয়াড় দলে ফেরার জন্য এমন দাবি তুলতে পারেন কি না—এমন প্রশ্ন তোলা হয়েছে।
আমির অবশ্য বসে নেই। এরই মধ্যে নাকি যুক্তরাজ্যে বোর্ডের প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করেছেন। সেখানে টিম ম্যানেজমেন্ট নিয়ে নিজের যত রাগ-ক্ষোভ আছে, সব ঢেলে দিয়েছেন
ওয়াসিম খান সবই শুনেছেন এবং আমিরকে দলে ফেরানোর উপায় খুঁজে দেখছেন। দলে ফেরার জন্য আমির যে পথে হাঁটছেন, সেটা ভুল হচ্ছে বলে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন। ইউটিউব চ্যানেল ক্রিকেটবাজের অতিথি হিসেবে এসেছিলেন ওয়াসিম খান।
সেখানেই জানালেন আমিরকে দলে ফেরার ব্যাপারে কী বার্তা দেওয়া হয়েছে, ‘আমি একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে সে যেভাবে দলে ফেরার চেষ্টা করছে, সেটা ঠিক না। আমার ধারণা, আমাদের জন্য আমির এখনো খুবই মূল্যবান এক খেলোয়াড়। কোচের সঙ্গে ওর মধ্য ঝামেলা মিটিয়ে ওকে দলে ফেরানোর চেষ্টা করব আমরা।’