চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৩৭.৩৯%

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬২ হাজার ২০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৩৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৬৫ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৪৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৮৯০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬৬২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৫ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় নয় ব্যক্তির মৃত্যু হয়।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৬৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৪ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় পাঁচজনের মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *