চট্টগ্রামে জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের চাঁদগাও শমসের পাড়া এলাকা থেকে গতকাল সোমবার রাতে জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। নাশকতার পরিকল্পনা করতে বাসায় গোপন বৈঠক করার অভিযোগে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জামায়াতে ইসলাম চাঁদগাও (উত্তর) ইউনিটের সভাপতি ও রোকন হাসান মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহকারী সম্পাদক বায়তুল মাল এস্কান্দার রয়েছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক বলেন, নাশকতার পরিকল্পনা করতে আসামিরা একটি বাসায় গোপন বৈঠক করেন।
গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।