এক দিনে এত মৃত্যু ও শনাক্ত আগে দেখেনি চট্টগ্রাম

করোনাভাইরাস।
করোনাভাইরাস। 

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যুতে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। এই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে রেকর্ড ১৮ জন মারা গেছেন। নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ৩৯ শতাংশ।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মহামারি শুরুর পর চট্টগ্রামে এক দিনে এত মানুষ আগে কখনো মারা যায়নি। এ ছাড়া এক দিনে এত মানুষের করোনা আগে কখনো শনাক্ত হয়নি।

গতকাল সোমবার সারা দেশে এক দিনে করোনার সংক্রমণে সর্বোচ্চ মৃত্যু ও রোগী শনাক্তের রেকর্ডের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘণ্টায় দেশে প্রথমবারের মতো ১৫ হাজারের বেশি মানুষের দেহে সংক্রমণ শনাক্ত হয়। এ সময়ে মৃত্যু হয় ২৪৭ জনের।

দেশে দুই মাসের বেশি সময় ধরে করোনার রোগী ও মৃত্যু বাড়ছে। সংক্রমণের এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। করোনা নিয়ন্ত্রণে ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধ দিয়েছিল সরকার। কিন্তু সে বিধিনিষেধের পর সংক্রমণ নিম্নমুখী হতে দেখা যায়নি। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ১৫ জুলাই থেকে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। ২৩ জুলাই থেকে দেশে আবার কঠোর বিধিনিষেধ বলবৎ হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। চলমান বিধিনিষেধ সংক্রমণ কমাতে ভূমিকা রাখবে কি না, তা নিয়ে সন্দেহ পোষণ করছেন জনস্বাস্থ্যবিদেরা।

১৪ জুলাই চট্টগ্রামে সর্বোচ্চ ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছিল ২২ জুলাই।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৭ হাজার ৫২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৯১৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৭৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন শহরের। অপর ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ২ হাজার ২৮২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৭ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১২ ব্যক্তির মৃত্যু হয়।

এর আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৭৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮০১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ৩৯ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় ১১ ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *