বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি সোমবার রাত ৮টায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার ,মির্জা আব্বাস ,বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর , আমির খসরু মাহমুদ চৌধুরী ,বেগম সেলিমা রহমান , জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।

সভায় বিগত ৩১ জানুয়ারি ২০২২ অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়। সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ  শারীরিক পরিস্থিতি সদস্যবৃন্দকে অবহিত করেন।  এছাড়াসভায়, বিতর্কিত নির্বাচন কমিশন গঠন আইন অনুযায়ী তড়িঘরি করে নির্বাচন কমিশন গঠনের লক্ষে অনুসদ্ধান কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত না হলে, অনুসদ্ধান কমিটি এবং তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশন কোন ক্রমেই গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না বলে মতামত বিএনপির।  এজন্য তারা গঠিত অনুসদ্ধান কমিটির বিষয়ে কোন আগ্রহ প্রকাশ করতে চায় না। বিএনপি মনে করে, এই প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন এবং অগ্রহণযোগ্য। তাছাড়া যাদের সমন্বয়ে এই অনুসদ্ধান কমিটি গঠন করা হয়েছে তারা প্রায় সকলেই প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত।বিএনপি বলছে, কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জাতীয় ছাত্রলীগের সক্রিয় কর্মকর্তা ছিলেন। অন্য সদস্যবৃন্দ প্রায় সকলেই আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ভাবে সম্পৃক্ত। সুতরাং এটা স্পষ্ট যে, এই অনুসদ্ধান কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠিত হবে তাদের লক্ষ্য থাকবে বিদায়ী কমিশনের মতোই আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা।

বিএনপি মনে করে কেবল মাত্র নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরই একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সংকট উত্তরণ সম্ভব।

সভা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।