খালেদা জিয়া শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিক পরীক্ষার জন্য আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। বেলা তিনটার দিকে হাসপাতালের উদ্দেশে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে বের হবেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার ও শায়রুল কবির খান প্রথম আলোকে এ কথা জানান।
গত ১৮ আগস্ট খালেদা জিয়া রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নেন। গত ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।
খালেদা জিয়া এ বছরের ১১ এপ্রিল করোনা সংক্রমিত হন। ২৭ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। করোনা–পরবর্তী জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।