আইপিএলের নিলামে কেউ কিনলো না সাকিবকে
প্রথম দিনে নিলামে নাম উঠলেও বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনলো না কেউ। তাই এখনও পর্যন্ত কোনো দল পাননি এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার।
আগের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিবকে এবার ছেড়ে দেয় শাহরুখের দল। দুই কোটি রুপি ভিত্তি মূল্যে এবারের আইপিএল নিলামে ওঠে সাকিবের নাম। কিন্তু প্রথমবারের ডাকে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
এখন পর্যন্ত হওয়া নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার। কলকাতা নাইট রাইডার্স আইয়ারকে কিনে নিয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপিতে। এছাড়াও কাগিসো রাবাদাকে কিংস এলেভেন পাঞ্জাব কিনেছে ৯ কোটি ২৫ লাখ রুপিতে। এছাড়াও বিক্রি হয়েছেন শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি ও ফাফ ডু প্লেসি।
বাংলাদেশের আর কোনো খেলোয়াড়ের নাম এখনও নিলামে ওঠেনি। আজকের দিনে মোট ৬০০ খেলোয়াড়ের নাম উঠবে নিলামে। তালিকায় আছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।