যুক্তরাষ্ট্রে প্লেন ছিনতাই, সুপারশপে বিধ্বস্তের হুমকি

যুক্তরাষ্ট্রের মিসিসিপি থেকে একটি প্লেন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  স্থানীয় সময় শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে প্লেনটি ছিনতাই করা হয়। প্লেনটির পাইলটেরা সেটিকে ওয়ালমার্ট সুপারশপে বিধ্বস্তের হুমকি দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

মিসিসিপির টুপেলো পুলিশ বিভাগ জানায়, প্লেনের পাইলটের সঙ্গে তারা যোগাযোগ করতে পেরেছে।  

একটি বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, নাগরিকদের সেই এলাকা এড়িয়ে যেতে বলা হয়েছে।  

এরইমধ্যে ওয়ালমার্টের সুপারশপটি খালি করে ফেলা হয়েছে।  

সূত্র: মিরর, এনডিটিভি