বিশ্বে খাদ্য সংকটের শঙ্কায় মজুদ বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

বিশ্বে খাদ্য সংকটের শঙ্কায় মজুদ বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

ফাইল ছবি।

আগামী নভেম্বর মাসে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে আশঙ্কা প্রকাশ করে খাদ্যের মজুদ বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ নির্দেশ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘পাঁচ দেশ থেকে খাদ্যশস্য আমদানির চুক্তি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এর ওপর নির্ভর না করে বিকল্প হিসেবে আরো কয়েকটি উৎসকে প্রস্তুত রাখতে, যাতে শেষ মুহূর্তে কোনো জটিলতা না হয়। ’

তিনি আরো বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে দেশে ১৯ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুদ আছে। নভেম্বরে বিশ্বে যে খাদ্য ঘাটতির শঙ্কা আছে, তাতে অনেক কমফরটেবল অবস্থায় আমরা আছি। ’

 মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘নভেম্বরে সারা বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিও নভেম্বর পর্যন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। এই কর্মসূচি চালানোর জন্য অতিরিক্ত আরো পাঁচ থেকে ছয় লাখ টন চাল প্রয়োজন হবে। ’

দেশে এখন ২০ লাখ টনের বেশি চাল মজুদ আছে; যা ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদসচিব। তিনি বলেন, ‘যা হোক, প্রধানমন্ত্রী সব শেষে বলেছেন, খাদ্যের দিক থেকে আমরা নিরাপদে আছি। ’

এদিকে রাশিয়া, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম এই পাঁচ দেশ থেকে খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব।

এসব দেশ থেকে ছয় লাখ টন খাদ্যশস্য আমদানি করা হচ্ছে। প্রয়োজনে অন্যান্য দেশ থেকে আমদানি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।