আ. লীগ পুরোনো কায়দায় আরেকটি নির্বাচন করতে চায়: মির্জা ফখরুল
ক্ষমতাসীন আওয়ামী লীগ পুরোনো কায়দায় আরেকটি নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভোটাররা যাতে ভোট দিতে না পারেন, ভোট চুরি করে যেন ক্ষমতায় আসতে পারে এবং আবার ক্ষমতা দখল করতে পারে, সে জন্য এখন থেকেই হুমকি দিয়ে জনগণকে ভয় দেখাতে চায় সরকার।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল। মহান মে দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।
পূর্বঘোষণা অনুযায়ী, সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বেলা আড়াইটায়। কিন্তু এরও প্রায় দুই ঘণ্টা আগে থেকে রাজধানী ও আশপাশের জেলা থেকে শ্রমিক দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসতে থাকেন। একপর্যায়ে বেলা একটা থেকে সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নেতা-কর্মীদের অনেকে মাথায় লাল কাপড় বেঁধে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড়, কাকরাইল মোড়, মালিবাগ মোড়, মৌচাক মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
এ কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।