প্রথম দফায় টাইগারদের সবাই নেগেটিভ
স্বস্তির খবর দিয়েই শুরু হয়েছে উইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ শুরুর প্রস্তুতি। এই সিরিজকে সামনে রেখে প্রথম দফার কভিড-১৯ পরীক্ষায় বাংলাদেশ দলের সবার নেগেটিভ ফল এসেছে। শনিবার দ্বিতীয় দফায় পরীক্ষা হবে।
ওই পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে রোববার থেকে জৈব-সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন ক্রিকেটাররা। এ সিরিজ সামনে রেখে টাইগারদের কোচিং স্টাফের সবাই ঢাকা পৌঁছে গেছেন।
ভিনদেশি কোচিং বহরের সর্বশেষ ঢাকায় পৌঁছান হেড কোচ রাসেল ডমিঙ্গো। শুক্রবার বিকেল সোয়া ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এই দক্ষিণ আফ্রিকান।
এর আগে সকালে কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস, দুপুরে ফিল্ডিং কোচ রায়ান কুক ও বোলিং কোচ ওটিস গিবসন পৌঁছেছেন। ফিজিও জুলিয়ান ক্যালেফাতো ও আর ট্রেনার নিকোলাস ট্রেভরলি এসেছেন আরও ক’দিন আগেই।
বৃহস্পতিবার সকালে ঢাকায় নামেন টাইগারদের সদ্য নিয়োগ পাওয়া ইংলিশ ব্যাটিং কোচ জন লুইস। কেবল স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি থাকছেন না এ সিরিজে।