মাশরাফির ৭০০

সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে। দলের ব্যর্থতার সঙ্গে বল হাতে মাশরাফিও ছিলেন অচেনা। টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সমালোচনাও শুনতে হয়েছিল তাকে। অবশেষে স্বস্তির উইকেট নড়াইল এপপ্রেসের। 

রোববার সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২ উইকেট নিয়েছেন এ পেসার। প্রথমে চিভাবাকে আউট করে উইকেটখরা কাটান মাশরাফি। এরপর জিম্বাবুয়ের শেষ উইকেট মুতুমবোদজিকে শিকার করে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন তিনি। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৭০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ওয়ানডে অধিনায়ক। 

একই সঙ্গে ক্রিকেট ইতিহাসের পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০ উইকেট নেওয়ার অনন্য উচ্চতায় মাশরাফি। তার আগে এমন কীর্তি গড়েছেন আরও চারজন। পাকিস্তানের ওয়াসিম আকরাম (১৫৮), দক্ষিণ আফ্রিকার শন পোলক (১৩৪), পাকিস্তানের ইমরান খান (১৩১) এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার (১০১)। 

রোববার মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যবধানে জয়। জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়েছে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *