হৃত্বিকের নতুন ফ্ল্যাটের দাম আকাশছোঁয়া!

দুই ছেলে আর সাবেক স্ত্রী সুজানকে নিয়ে আগে ভাড়া বাসায় থাকতেন ‘কৃষ’ তারকা হৃত্বিক রোশন। এজন্য তাকে মাসে গুনতে হতো ১০ লাখ রুপি। এবার ভাড়া বাসায় নয়, নিজেই কিনে ফেললেন বিলাসবহুল একটি ফ্ল্যাট। আর এর দাম শুনলে আপনি আঁতকে উঠবেন!

ভারতের সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ের জুহু ভার্সোভা লিঙ্ক রোডে এক বহুতল আবাসনের দুটি ফ্ল্যাট কিনেছেন এই হৃত্বিক রোশন। এর ভেতর একটি ডুপ্লেক্স। ১৪, ১৫ ও ১৬—এই তিন ফ্লোর একসঙ্গে কিনেছেন হৃতিক। এই স্বপ্নের মহলের জন্য বড়সড় অঙ্কের চেক দিতে হয়েছে তাকে। জানা গেছে, এই ফ্ল্যাট কিনতে তাকে গুনতে হয়েছে ১১২ কোটি ২৮ লাখ টাকা (৯৭ কোটি ৫০ লাখ রুপি)।হৃতিকের এই আবাসন ৩৮ হাজার বর্গফুটের ওপর নির্মিত। ৬ হাজার ৫০০ বর্গফুট খোলা ছাদ পেয়েছেন তিনি। এসবের সঙ্গে আছে ১০টি পার্কিং এরিয়া। শিগগির তিনি নতুন ফ্ল্যাটে উঠবেন বলে জানা গেছে।

হৃতিককে শেষবার পর্দায় দেখা গেছে ‘ওয়ার’ ছবিতে। হৃতিক তার পরবর্তী ছবি ‘কৃষ ফোর’–এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *