৭টি ব্যাংকে চাকরি পাচ্ছেন ১২২ জন
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদে প্রাথমিকভাবে তৃতীয় পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রণীত প্যানেল থেকে প্রাথমিকভাবে এই প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ওই ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১২২ জন সিনিয়র অফিসার পদে নির্বাচিত হয়েছেন। এর মধ্য সোনালী ব্যাংক লিমিটেডে ৩৮, জনতা ব্যাংক লিমিটেডে ১৪, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৪, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩৮, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৫, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৩ জন।বিজ্ঞাপন
নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম স্ব স্ব ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হবে। কোনো সংশোধনের প্রয়োজন দেখা দিলে ব্যাংকার্স সিলেকশন কমিটি তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।