এম ইলিয়াস আলীর গুম হওয়ার ৯ বছর অতিবাহিত

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক জেলা সভাপতি ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী ড্রাইভার সহ গুমের (নিখোঁজ হওয়ার) নবম বর্ষে তাকে ফিরে পাওয়ার দাবিতে গত-১৭ এপ্রিল ২০২১ এএন’টিভির কার্য নির্বাহী পরিচালক যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইনের পরিচালনায় অনলাইন মিডিয়া এএন’টিভির ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন-বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়,বিশেষ অতিথি-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা”বীর মুক্তিযোদ্ধা”আবদুস সালাম ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

প্রধান অতিথির বক্তব্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় ৯ বছর আগে নিখোঁজ হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্মৃতিচারণে বলেন-এম ইলিয়াস আলী স্পষ্টভাষী-সাহসী,সংগ্রামী একজন নেতা যার আন্দোলন সংগ্রামের অভ্যন্তরে রয়েছে রাজনৈতিক দুর্গম পথ পাড়ির আখ্যান,এরশাদ বিরোধী আন্দোলনে তুখোড় এই ছাত্রনেতা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি আরো বলেন-১৯৯৬ এর নির্বাচনে জয় লাভ করা ইলিয়াস আলী রাজনীতিতে তার রাজনৈতিক শক্তি দিয়ে কর্মী সাধারণের কাছে এক প্রাণ প্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন,ইলিয়াস আলী বেঈমান ও ফাঁকিবাজ রাজনীতিবিদ নন,সত্য প্রতিষ্ঠায় যে সাহস দরকার ছিল তার সবটুকুই তার মধ্যে বিরাজমান ছিল,ইলিয়াস আলী কে সরকার দেশে কিংবা বিদেশের মাটিতে গুম করে রেখেছে।আদালত আজ সরকারের নিয়ন্ত্রনে,
তারা চাইলে ও নিরপেক্ষ কাজ করতে পারতেছেনা। ক্ষমতা পাগল-বিনা ভোটের সরকার গনতন্ত্রের ভাষা বুঝেনা,বিএনপি শক্তিশালী,রাজপথে শক্তভাবে অবস্থান করলেই এই অবৈধ সরকারের বিদায় ঘন্টা বাজবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব আব্দুস সালাম তার বক্তব্যে বলেন-বাংলাদেশ আজ ফ্যাসিস্টদের দখলে,সম্পুর্ন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে সরকার যেখানে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই,মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত,বিরোধী শক্তিকে সরকার সহ্য করতে পারেনা,বাংলাদেশের মানুষ মুক্তি চায় এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে।

আমাদের স্বাধীনতা বিপন্ন হচ্ছে,দেশের গণতনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে-বহির্বিশ্ব সহ সকলের জোরালো ভূমিকার মাধ্যমে
ঐক্যবদ্ধ আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমরা এ বিপন্ন স্বাধীনতা ফিরিয়ে আনবো যেনো আর কোনো ইলিয়াস আলী গুমের পুনরাবৃত্তি না ঘটে।ইলিয়াস আলীকে ফিরে পাবার প্রত্যাশা ব্যক্ত করে চৌধুরী আলম সহ গুম হওয়া অন্যান্য নেতা কর্মীর পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন-আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে- খুন গুমের রাজনীতি করে,আমাদের প্রায় ৬ শতাধিক নেতা-কর্মীদের গুম করা হয়েছে,এ অবৈধ সরকারকে সরাতে আন্দলোনের বিকল্প নাই,আন্দোলন সফল করতে সব চেয়ে বেশী যুব ছাত্র সমাজ কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি,যুব-ছাত্ররাই পারে তারেক রহমান কে দেশে ফেরাতে।

ধর্মে অবিশ্বাসী নাস্তিক সরকার ভারতীয় মুদীর জয়ধ্বনিতে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে লাশের উপর রাজনীতি করে চলেছে শেখ হাসিনা,বাংলাদেশ থেকে এ জঙ্গিবাহিনী নিরোধনের মাধ্যমে গুমের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।তিনি এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি সহ ফিরে পাবার প্রত্যাশা ব্যক্ত করেন।

উক্ত আলোচনায় এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে অন্যান্য নেতা-কর্মীদের মধ্যে যুক্ত ছিলেন-মোশাররফ হোসেন-এমপি বগুড়া-৪ আসনের সংসদ সদস্য,মোসাদ্দেক হোসেন বুলবুল,রাজশাহী সিটি করপোরেশন এর সাবেক মেয়র নবী উল্লাহ নবী-ঢাকা দক্ষিণ বিএনপির সহ- সভাপতি,ডা: কাজী মনিরুজ্জামান মনির-তাতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, মহিউদ্দিন আহমেদ জিন্টু,আবু জাফর রাসেল-সভাপতি সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ,কে এ বাবু-শহীদ জিয়ার প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি,ফারুক হোসেন রিপন-যুগ্ম সাধারণ সম্পাদক,এস এম সোহেল রানা- ফয়সাল চৌধুরী-কানাডা বিএনপি।

আরও ছিলেন ফেরদৌস রহমান- যুক্তরাজ্য মহিলাদল বিএনপি,অন্জনা আলম-সদস্য সচিব যুক্তরাজ্য মহিলা দল বিএনপি,ডা: ইসরাত রশিদ-সেন্ট্রাল লন্ডন যুবদল,মাওলানা শামীম আহমেদ-যুগ্ন আহবায়ক জাতীয় মাওলানা কমিটি,শিপার রেজা-সহ সভাপতি সিটি যুবদল,নিপার রেজা,মাহফুজুল ইসলাম খান ইউকে বিএনপি,মো:রেজাউল করিম-যগ্ন সা: সম্পাদক, ফ্রান্স বিএনপি,জি এম মখলেচুর রহমান-সভাপতি গ্রীস বিএনপি,ইউসুফ তালুকদার-সেক্রেটারী পুর্তগাল বিএনপি,হামিদুর রহমান-সভাপতি আয়ারল্যান্ড বিএনপি,কবির মোল্লা-সুইজারল্যান্ড,কবি আল সিরাজী,জিয়াউর রহমান জিয়া-সাবেক সাংগঠনিক সম্পাদক,চট্রগ্রাম মহানগর সেচ্ছাসেবক দল,মো: আবু মুছা-চট্রগ্রাম মহানগর বিএনপি,ইসমাইল সরদার-তারেক জিয়া পরিষদ,রফিকুল ইসলাম সজীব,মোঃ তরিকুল ইসলাম (তারিক) ৩ নং সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল,যুগ্ম-আহবায়ক, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদল,আরিফুর রহমান মিঠু,নাজমুল হাসান অপু-জামান গন্জ উপজেলা ছাত্রদল,মনসুর আহমেদ আবেদ-মৌলভী বাজার জেলা ছাত্রদল,মো: আলমগীর ছিদ্দিক-যুবদল কেশবপুর-যশোর,মো: আল-আমিন হোসেন সুজন তাঁতী দল দক্ষিন কেরানীগন্জ থানা,ইসলাম সরদার,কাজী অপু,মো: আব্দুস সামাদ,আলমগীর সিজিল আহমেদ রনি,আসাদুজ্জামান নুর-সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক-বিশ্বনাথ,মেহদি আহমদ ইমন,খলিলুর রহমান খোকন বাদন, নাজমুল সৌদি বিএনপি,আবু মুছা,এম সুলেমান বেগ-(ইতালি)প্রমুখ।

উল্লেখ্য-২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন এম ইলিয়াস আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *