যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে ‘অসহায়’ বললেন রানি
–
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকককে ‘অসহায়’ বলেছেন রানি এলিজাবেথ। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে স্থানীয় সময় গতকাল বুধবার অনুষ্ঠিত সাপ্তাহিক সাক্ষাৎকারে এ কথা বলেন রানি। খবর বিবিসির।
বরিসকে রানি বলেন, ‘মাত্র আমি আপনার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বললাম, তিনি অসহায়। তিনি রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলতে এসেছিলেন।’
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগে এ সাপ্তাহিক বৈঠক সরাসরি সাক্ষাতের মাধ্যমে অনুষ্ঠিত হতো। কিন্তু করোনাকালে রানি ও বরিসের সাক্ষাৎ বন্ধ ছিল প্রায় ১৫ মাস। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বাকিংহাম প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাধারণত, প্রতি বুধবার বরিস ও রানির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু ২০২০ সালের ১১ মার্চের পর সরাসরি সাক্ষাতের মাধ্যমে এ বৈঠক আর হয়নি। টেলিফোনেই সাক্ষাৎকার হয়েছে। আরেকটি বিষয় হলো, এ বৈঠক সাধারণত ব্যক্তিগত। কিন্তু করোনার কারণে বৈঠক বন্ধ হয়ে যাওয়া এবং দীর্ঘ বিরতির পর আবারও চালু হওয়ায় ক্যামেরা ডাকা হয়েছিল তা ধারণ করতে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বরিসের উদ্দেশে রানি বলেন, ‘আপনাকে আবারও দেখতে পেয়ে ভালো লাগছে।’ এর উত্তরে বরিস বলেন, ‘প্রায় ১৫ মাস পর।’
রানি বলেন, ‘আমি মাত্রই আপনার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করলাম। পরিস্থিতির কারণে তিনি অসহায় অবস্থার মধ্যে আছেন। অনেক…।’ রানির এই অসমাপ্ত বাক্যের সঙ্গে যুক্ত করে বরিস বলেন, ‘অনেক উৎসাহ ও শক্তি আছে তাঁর (ম্যাট হ্যানকক)।’
রানি বলেন, ‘তিনি (ম্যাট হ্যানকক) ভাবেন, সবকিছু ভালোর দিকে যাচ্ছে।’ বরিস বলেন, ‘এক অর্থে আমরাও এটা ভাবি…।’ ঠিক এখানেই ভিডিওটি শেষ হয়।
ম্যাট হ্যানকক সম্প্রতি আলোচনায় আসার কারণ বরিসের সাবেক শীর্ষ উপদেষ্টা ডোমিনিক কামিংস। তিনি বলেছিলেন, মহামারিকালে ম্যাট হ্যানকককে পুরোপুরি ব্যর্থ বলে আখ্যা দিয়েছিলেন বরিস।