লঙ্কান সৈন্যদের নৃশংসভাবে পেটাল বিক্ষোভকারীরা, কেড়ে নিল অস্ত্র
শ্রীলঙ্কার সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভকারীরা দুজন সৈন্যকে নৃশংসভাবে পিটিয়েছে। পার্লামেন্ট ভবনের পাশে গত রাতে এ ঘটনা ঘটে। সৈন্যদের পিটিয়ে তারা দুটি অটোমেটিক টি-৫৬ রাইফেল কেড়ে নিয়ে গেছে।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার নিলানথা প্রেমরত্ন বলেছেন, ওই দুই সৈন্যকে ব্যাপক হারে মারপিট করা হয়েছে।
পার্লামেন্ট এলাকায় হামলা চালানো বিক্ষোভকারীরা ওই দুই সৈন্যের অস্ত্র ও গোলাবারুদ চুরি করেছে।
কেড়ে নিয়ে যাওয়া এসব অস্ত্র ব্যবহার করে সহিংসতা চালানো হতে পারে বলে তিনি জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেছেন, গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন সৈন্য আহত হয়েছেন। তারা সেনা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শ্রীলঙ্কায় সরকারবিরোধী সহিংস আন্দোলনে একজন নিহত ও ৮৪ জন আহত হয়েছে। বুধবার কলম্বো, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দিনভর সংঘর্ষের পর এ হতাহতের খবর পাওয়া গেছে।
রাজধানী কলম্বোর গুরুত্বপূর্ণ কার্যালয়গুলো দখলে নেয় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। সহিংসতা ঠেকাতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের বিক্ষোভ ঠেকাতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বিভিন্ন জায়গা।
আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে এই আশঙ্কায় কলম্বোয় আজ দুপুর থেকে শুক্রবার বিকেল পর্যন্ত কারফিউ জারি করেছেন লঙ্কান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সৌদি আরবের একটি বিমানে করে মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তিনি প্রথমে সিঙ্গাপুর এবং পরে সৌদি আরবের জেদ্দায় যাবেন। স্পিকারের কাছে পদত্যাগপত্র দেওয়ার কথা থাকলেও দেননি তিনি। এতে পরিস্থিতি আরো ঘোলাটের দিকে যাচ্ছে।
সূত্র : বিবিসি, লঙ্কাওয়েব।