ইউক্রেনের একাংশ রাশিয়ার সঙ্গে জুড়ে নেওয়ার ইঙ্গিত
ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়াকে ফেরাতে পাল্টা যুদ্ধ ঘোষণা ছাড়া প্রায় সব কেৌশলই প্রয়োগ করছে পশ্চিমারা। অথচ অর্থনৈতিক অবরোধ আর যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যেও মস্কো হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার রুশ হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলে ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া নতুন অঞ্চল সংযুক্তকরণ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে মস্কোপন্থীরা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার দাবি করেন, মধ্য ইউক্রেনের ‘শান্তিপূর্ণ ও সাধারণ শহর’ ভিন্নিতসিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন নিহত হয় এবং আহত হয় অনেকে।
ভিন্নিতসিয়ায় হামলা নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনের নতুন একটি অঞ্চল অধিভুক্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। এরই মধ্যে রুশ দখলে যাওয়া অঞ্চল জাপোরিঝাপিয়াকে সংযুক্তকরণের জন্য গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন সেখানকার রুশপন্থী সামরিক-বেসামরিক প্রশাসনের প্রধান ভ্লাদিমির রোগভ। তিনি জানান, আগামী সেপ্টেম্বরের প্রথমার্ধ্বে এই গণভোট হতে পারে।
ভিন্নিতসিয়ায় হামলার খবর আসার আগে মস্কোর সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রী ও বিচারমন্ত্রীরা বৃহস্পতিবার একটি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিলেন। ইইউসহ আরো বেশ কিছু দেশের প্রতিনিধিদের নেদারল্যান্ডসের হেগ শহরে এই সভায় মিলিত হওয়ার কথা।
এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তিনি ভিন্নিতসিয়ায় রুশ হামলার বিষয়টি সেখানে অবহিত করবেন। এ ছাড়া ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা হেগ শহরে উপস্থিত থাকবেন। হামলার পর জেলেনস্কি আবারও রাশিয়ার বিরুদ্ধে নারী-শিশুসহ বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ করেন। উল্লেখ্য, যুদ্ধ শুরুর কয়েক দিন পর হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মস্কোর সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত শুরু করেন।
সপ্তাহখানেক আগে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষ হওয়ার পর জোটটির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা ইন্দোনেশিয়ার বালিতে শুক্রবার থেকে দুই দিনব্যাপী আরেকটি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। সম্মেলনের প্রস্তুতিপর্বে মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বৃহস্পতিবার বলেন, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান বৈশ্বিক অর্থনীতির ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলছে।
এ সময় তিনি আরো বলেন, ‘পুতিনের প্রতিনিধিদের এখানে কোনো জায়গা নেই। ‘ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বুধবার একইভাবে বৈশ্বিক অর্থনীতি বিপর্যয়ের জন্য ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে দায়ী করে।
জোটের অন্যতম সদস্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বালিতেই সপ্তাহখানেক আগে অন্য উপলক্ষে উপস্থিত ছিলেন। এ সময় পশ্চিমাদের সমালোচনার মুখে সম্মেলনের অধিবেশন কয়েকবার বয়কট করেন তিনি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুক্রবার শুরু হওয়া সম্মেলনে কোনো রুশ প্রতিনিধি সশরীরে অংশ নিচ্ছেন না।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক অবরোধ আরোপ করে। জি-২০ জোটের সর্বশেষ বৈঠক এবং যুদ্ধাপরাধ নিয়ে ইইউ নেতাদের বৃহস্পতিবারের বৈঠক এসবের ধারাবাহিকতা।
সূত্র : এএফপি, গার্ডিয়ান, আলজাজিরা