এসডিজি বাস্তবায়নে যুব শ্রেণির কথা শুনুন
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের প্রক্রিয়ায় যুবসমাজকে সম্পৃক্ত করতে হবে। এসডিজির সফল বাস্তবায়নে তাদের চাহিদাকে বিবেচনায় নিতে হবে। করোনা অতিমারি পুরো বিশ্বকে বিপদে ফেলেছে। এর বড় শিকার হবে যুব শ্রেণি। তাই এসডিজির বাস্তবায়নে তাদের বাস্তবতাকে বিবেচনায় নিতে হবে।
সভায় এসডিজি বাস্তবায়নে গঠিত নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যুব শ্রেণির কথা শুনতে হবে। তাদের এসডিজি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এসডিজি বাস্তবায়ন সুনিশ্চিত করতে যুবকদের মধ্যে পিছিয়ে থাকা প্রান্তিক গোষ্ঠীর দিকে নজর দিতে হবে।বিজ্ঞাপন
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভয়াবহ করোনা অতিমারি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মানুষকে এক গভীর সংকটে ফেলেছে। এ পরিস্থিতির ভুক্তভোগী হচ্ছে যুবসমাজ। বেকারত্ব, বাল্যবিবাহ, বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো নানা সমস্যায় পড়ছে তারা। করোনা-পরবর্তী সময়েও তাদের এসব সমস্যা থেকে যাবে। তাই এসডিজির বাস্তবায়ন প্রক্রিয়ায় যুবসমাজের উদ্বেগগুলো বিবেচনায় নিতে হবে।
অনুষ্ঠানে একশনএইডের বাংলাদেশ প্রধান (কান্ট্রি ডিরেক্টর) ফারাহ কবির বলেন, যুবকদের কথা নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা থাকে। তাই এসডিজি বাস্তবায়নে স্থানীয় যুবসমাজের ভাবনা জানতে হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কর্মসূচি সহযোগী নাজিবা মোহাম্মদ আলতাফ।