জাতিসঙ্ঘ জলবায়ু সম্মেলন ‘ব্যর্থ’: গ্রেটা থুনবার্গ

বিশ্ব নেতারা সক্রিয়ভাবে নিয়মের মধ্যে ফাঁক তৈরি করছেন এবং তাদের দেশের নিঃসরণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এমন অভিযোগ তুলে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনকে এখন পর্যন্ত ‘ব্যর্থ’ বলে উল্লেখ করেছেন গ্রেটা থুনবার্গ।

সম্মেলনের ভেন্যুর বাইরে এক র‍্যালিতে থুনবার্গ দূষণকারীদের শক্ত হাতে দমনে কঠোর আইনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘বিশ্ব নেতারা নিশ্চিতভাবে সত্যকে ভয় পাচ্ছে। এটা তারা এড়িয়ে যেতে পারবে না। তারা বৈজ্ঞানিক মতামত উপেক্ষা করতে পারবে না। সর্বোপরি তারা আমাদের, জনগণকে, উপেক্ষা করতে পারবে না।’

এদিকে শুক্রবার মার্কিন জলবায়ু দূত জন কেরি বলেছেন, আগামী বছর উন্নত দেশগুলো তাদের যৌথ অঙ্গীকার হিসেবে উন্নয়নশীল দেশগুলোতে বার্ষিক জলবায়ু সহযোগিতা হিসেবে ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের বিষয়ে ভালো কাজ শুরু করবে।

২০১৫ সালে হওয়া প্যারিস চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো এ তহবিলের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।

স্বল্প উন্নত দেশগুলো বলছে, টেকসই বিদেশি সহায়তা ছাড়া তারা ক্লিন অর্থনীতিতে স্থানান্তরিত হতে পারবে না এবং বৈশ্বিক তাপমাত্রা বাড়ার ফলে প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় থেকে তাদের জনগণকে রক্ষা করতে পারবে না বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *