কেন্টাকির ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ২৫

বিধ্বংসী আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের পূর্ব কেন্টাকির অ্যাপালাশিয়া অঞ্চলে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এটি কয়েক দশকের মধ্যে সেখানে সবচেয়ে বিপর্যয়কর বন্যা।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, তিনি আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরো বাড়বে। তিনি বলেন, শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বন্যাকে ‘বড় বিপর্যয়’ ঘোষণা করেছেন। স্থানীয় উদ্ধারকারীদের সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্যের নির্দেশ দিয়েছেন।

নিহতদের মধ্যে একটি এক বছরের শিশুসহ অন্তত ছয়টি শিশু রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন কেন্টাকির বন্যার মতো আরো চরম আবহাওয়ার ঘটনার জন্ম দিচ্ছে।

ন্যাশনাল গার্ডের সঙ্গে আকাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের পর গভর্নর বেশিয়ার বলেন, এ বন্যাটি তার দেখা ‘এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। ’

গভর্নর বলেন, ‘এখনো বন্যাকবলিত এলাকায় অনেক লোক রয়ে গেছে। এখনো অনেক লোকের হিসাব নেই। আমরা তাদের সবাইকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। ’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, সব ক্ষতিগ্রস্ত লোকের খোঁজ পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

নৌকা ও হেলিকপ্টারে করে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ব্যাপক দারিদ্র্যপীড়িত। সেখানে অন্তত ৩৩ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিল।

মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট এ বন্যা কাদার ধসের সৃষ্টি করে এবং অনেক রাস্তা চলাচলের অনুপযোগী করে তোলে।

গভর্নর বেশিয়ার বলেন, ‘অ্যাপালাশিয়ায় এর আগেও আকস্মিক বন্যা হয়েছে, কিন্তু এই মাত্রায় নয়। ’

সূত্র : বিবিসি