বাজেটে বেকার যুবকদের জন্য ভাতার দাবি

নিজস্ব প্রতিবেদক

জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট এবং বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) এর মানববন্ধন ও মিছিল
জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট এবং বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) এর মানববন্ধন ও মিছিল

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করোনায় কর্মহীন যুবকদের সামাজিক সুরক্ষার আওতায় আনা, তাঁদের ডেটাবেইস তৈরি করে কর্মসংস্থান করা বা বেকার ভাতা প্রদান, বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট এবং বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন)।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও মিছিলে বক্তারা এসব দাবি জানান।

বক্তারা বলেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রীয় অর্থসম্পদ লুটপাট, দুর্নীতি, অপচয়, ভোগ–বিলাস ওÑঅনুৎপাদনশীল খাতে ব্যয় বন্ধ করতে হবে। দেশে-বিদেশে চাকরিপ্রার্থী যুবকদের হাতে–কলমে প্রশিক্ষণ ও ব্যাংকিং সহায়তা প্রদান করতে হবে।

পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সমন্বিত অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে জরুরি ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার ওপর জোর দিয়েছেন বক্তারা।

এ ছাড়া বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ আয়কর প্রত্যাহার ও শিক্ষা খাতে বাজেটের ৮ শতাংশ বরাদ্দ নিশ্চিতের দাবি জানানো হয়। আর এ দুই দাবিতে ছাত্রলীগ (হা-ন) আগামী মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করবে। একই দাবিতে দেশব্যাপী সমাবেশ, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হবে।

আজকের সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকন ও সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) সাধারণ সম্পাদক রাশেদুল হক ননী।

এ ছাড়া বক্তব্য দেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মো. মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির, সহসভাপতি শুভংকর দে, প্রকৌশলী হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) আহসান হাবিব, সহসভাপতি মাসুদ আহম্মেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান আজিজ, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, আইনবিষয়ক সম্পাদক মো. সেলিম, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফঁসিসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *