বিচারহীনতার কারণে’ গৃহশ্রমিকের ওপর বারবার নির্যাতন
গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়ন না হওয়ায় দেশে একের পর এক গৃহশ্রমিকের মৃত্যু ও নির্যাতনের ঘটনা ঘটছে। বিচারহীনতার কারণে দোষীরা বারবার গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের সাহস পায়। এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে সেই ভয়ে আর কেউ গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের সাহস দেখাবে না।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার বেলা ১১টার দিকে মানববন্ধনে এসব কথা বলেন ট্রেড ইউনিয়ন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। গৃহশ্রমিকদের ওপর সহিংসতা বন্ধ, আইনি সুরক্ষাসহ নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত গৃহশ্রমিকদের সুচিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ(বিলস) ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। সহযোগিতায় ছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।বিজ্ঞাপন
মানববন্ধন থেকে বলা হয়, গত কয়েক দিনে ঢাকার মহাখালীতে সাততলা সরকারি কোয়ার্টারে আমেনা খাতুন (১১) এবং চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় নিলুফার বেগম (১৫) নামের দুই গৃহশ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন। গৃহশ্রমিকদের সুরক্ষায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ করা হয়েছে। তবে তা বাস্তবায়ন না হওয়ায় একের পর এক গৃহশ্রমিকের মৃত্যু ও নির্যাতনের ঘটনা ঘটছে।
গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন বলেন, শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়নি। এটি দ্রুত করতে হবে। পাশাপাশি গৃহশ্রমিকদের মামলায় সরকারিভাবে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিতে হবে। এ ছাড়া কর্মক্ষেত্রে গৃহশ্রমিকের নিরাপত্তা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, নির্যাতনে নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের ন্যায়সংগত ক্ষতিপূরণ দিতে হবে।বিজ্ঞাপন
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়নবিষয়ক সম্পাদক ফিরোজ হোসাইন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্যসচিব ও বিলস পরিচালক নাজমা ইয়াসমীন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার প্রমুখ।