জাতীয় বাজেট ২০২১–২২

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

বাণিজ্য ডেস্ক

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে
সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

বিদেশি প্রসাধনে মানা

ফরাসি প্রসাধনসামগ্রী বিশ্বজুড়েই বিখ্যাত। ডিওর, ল’রিয়েল, গুচিসহ বিভিন্ন বিশ্বখ্যাত প্রসাধনসামগ্রী ব্যবহারে খরচ বাড়বে। কারণ, এ ক্ষেত্রে অর্থমন্ত্রী যে কর প্রস্তাব করেছেন, তাতে বিদেশ থেকে প্রসাধন বা পারফিউম আনতে হলে আগের চেয়ে চার গুণ বেশি অগ্রিম কর দিতে হবে। অগ্রিম করের হার হবে ২০ শতাংশ। আগে দিতে হতো ৫ শতাংশ। তাই বিদেশি পারফিউমের খরচ অন্তত ১৫ শতাংশ বাড়বে। তাই রূপচর্চায় আগ্রহীদের জন্য দুঃসংবাদই বটে।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

সমবায় সমিতি করের আওতায়

সমবায় সমিতি হিসেবে নিবন্ধন নিতে হলে এখন থেকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে। টিআইএন ছাড়া সমবায় সমিতির কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না। আবার শুধু টিআইএন নিলেই হবে না, বছর শেষে আয়-ব্যয়ের হিসাব দিয়ে বার্ষিক আয়কর বিবরণীও জমা দিতে হবে। মূলত সমবায় সমিতিগুলোর আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবারের বাজেটে টিআইএন নেওয়া বাধ্যতামূলক করেছে।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

সিসিটিভি উৎপাদনে উৎসাহ

শহরের বাসাবাড়িতে নিরাপত্তা এখন বড় চিন্তার বিষয়। বাসায় কে ঢুকল, কে বেরোল, অনাকাঙ্ক্ষিত কেউ ঢুকল কি না, তা দেখতে চান বাড়ির মালিকেরা। আবার অনেক পরিবারে স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করেন। ছোট সন্তানদের বাসায় রেখে যান। সন্তানদের খোঁজ নিতে অনেকে বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগান। এতে সিসিটিভি ক্যামেরার চাহিদাও বাড়ছে। এবারের বাজেটে সিসিটিভি উৎপাদনকারীদের ১০ বছরের কর অবকাশ সুবিধা দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

ক্ষুদ্রঋণের আয় করমুক্ত

ক্ষুদ্রঋণ থেকে আয় করমুক্ত করা হয়েছে। তবে এ জন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে নিবন্ধন নিতে হবে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানকে। তাহলে কেবল আয় করমুক্ত থাকবে। ফলে বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণের ব্যবসা করে, তাদের আয় করমুক্ত থাকবে। অর্থাৎ ব্র্যাক, আশা, টিএমএসএসের মতো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে অর্জিত আয় করমুক্ত থাকবে। ধারণা করা হচ্ছে, ক্ষুদ্রঋণের আয় করমুক্ত হওয়ায় সুদের হার কমানোয় মনোযোগী হবে এসব প্রতিষ্ঠান।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

ইফএফডি আরও বসবে

আগামী এক বছরে আরও ১০ হাজার প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানোর ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি অর্থবছরে ইএফডি মেশিন বসানো শুরু করা হয়। এখন পর্যন্ত ৩ হাজার ৯৬টি প্রতিষ্ঠানে ইএফডি বসানো হয়েছে। ইএফডি মেশিন বসানো হলে ভ্যাটদাতাদের ভ্যাটের টাকা সরকারি কোষাগারে পরিশোধ হয়। কারণ, এসব ইএফডি মেশিন সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকে।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

নারকেলের তন্তু সস্তা হবে

নারকেলের তন্তু ব্যবহার করা হয় আসবাব বিশেষ করে সোফা, জাজিম তৈরিতে। তুলার বিকল্প হিসেবে আসবাবপত্রে অনেকে এ পণ্য ব্যবহার করেন। অনেকে বিদেশি নারকেলের তন্তু ব্যবহার করেন। বাজেটে বিদেশ থেকে এ পণ্যের আমদানি পর্যায়ে অগ্রিম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। ফলে বিদেশ থেকে আমদানি করা নারকেলের তন্তুর দাম কমতে পারে। তবে বিপাকে পড়তে পারেন দেশি নারকেলের তন্তু ব্যবসায়ীরা।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

ই-বুক পাবলিকেশনে কর অবকাশ

কাগুজে বই পড়ার আগ্রহ মানুষের মধ্যে দিন দিন কমছে। তার বিপরীতে এখন সবাই মোবাইল ফোনে বা অন্য কোনো ডিভাইসে ইলেকট্রনিক ফরমেটে বই পড়তে চান। তাই ই-বুক পাবলিকেশন সেবা থেকে আয়কে করমুক্ত ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর মানে, কোনো প্রতিষ্ঠান বা প্রকাশনা সংস্থা ই-বুক পাবলিকেশন সেবা চালু করলে যে আয় করবে, তা করমুক্ত থাকবে। অবশ্য ই-বুক সেবা নিলে গ্রাহককে টাকা দিতে হয়। করমুক্ত করার ফলে এই সেবার দামও কমতে পারে।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

১৫ হাজার টাকার বেশি বেতন নগদে নয়

কোনো প্রতিষ্ঠান কোনো কর্মীকে ১৫ হাজার টাকার বেশি বেতন দিলে তা নগদে দেওয়া যাবে না। ব্যাংক বা মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (যেমন নগদ, বিকাশ) মাধ্যমে বেতন–ভাতা পরিশোধ করতে হবে। ফলে ১৫ হাজার টাকার বেশি বেতন হলে তা পরিশোধ করতে হবে ব্যাংকে বা বিকাশ, নগদে। ফলে বেতন–ভাতা পরিশোধ অনেক সহজ হয়ে যাবে। এখন বেতন–ভাতার টাকায় কেনাকাটাও বিকাশ, নগদে করা যায়।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

এক ব্যক্তির কোম্পানির কর ২৫%

এত দিন একজন ব্যক্তি একটি কোম্পানির মালিক হতে পারতেন না। সম্প্রতি কোম্পানি আইন পরিবর্তন করে এক ব্যক্তিকে কোম্পানি করার সুযোগ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, ওই ধরনের কোম্পানির ওপর করপোরেট কর কত হবে। এবারের বাজেটে এক ব্যক্তির কোম্পানির করপোরেট করহার নির্দিষ্ট করা হয়েছে ২৫ শতাংশে। এক ব্যক্তির কোম্পানি গঠনকে উৎসাহিত করতে এই কর সুবিধা দেওয়া হলো।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

টাইলস বিক্রেতার ভ্যাট ছাড়

টাইলস বিক্রেতার জন্য সুখবর দিলেন অর্থমন্ত্রী। দেশে উৎপাদিত টাইলসের পরিবেশক ও ডিলারদের শুধু নিট কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট বসবে। এতে তাঁরা কিছুটা ভ্যাট ছাড় পাবেন। নিজেদের প্রতিষ্ঠানের নগদ অর্থের প্রবাহ বাড়বে। নিট কমিশনের ওপর ভ্যাট আরোপের ফলে করভার কমল পরিবেশক ও ডিলারদের ওপর। দেশে উৎপাদিত টাইলসের বাজারও বেশ বাড়ছে। এখন অনেকেই বাসাবাড়ি তৈরিতে দেশি টাইলস ব্যবহার করেন।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

মেডিটেশন সেবা ভ্যাটমুক্ত

ধ্যান করলে আগের মতোই কর নেই। দেশে কোয়ান্টাম মেথডের মতো বেশ কিছু মেডিটেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট বসার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তা অব্যাহতি দেওয়া আছে। এবার অর্থমন্ত্রী তাঁর বাজেট ঘোষণায় আগামী এক বছরের জন্য মেডিটেশন সেবাকে ভ্যাটমুক্ত রেখেছেন। এই করোনার সময়ে ধ্যান করুন, মানসিক স্বাস্থ্য রক্ষা করুন।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

মাছ চাষে বড় লোক হওয়া কঠিন

মাছ চাষ করে বড় লোক হওয়া কিছুটা কঠিন হয়ে গেল। একসময় রাজনীতিবিদেরা মাছ চাষ থেকে বিপুল পরিমাণ আয় দেখাতেন। কারণ, এ খাতে একসময় কোনো কর ছিল না। পরে এ খাতের আয়ে ৩-৪ শতাংশ করারোপ করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মাছ চাষ করে বছরে ৩০ লাখ টাকার বেশি আয় হলে ১৫ শতাংশ কর দিতে হবে। আগে ২০ লাখ টাকার বেশি আয় হলে ১০ শতাংশ কর দিতে হতো। এ ছাড়া ১০ থেকে ২০ লাখ টাকার মধ্যে আয় হলে ৫ শতাংশ কর দিতে হয়।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

দারিদ্র্য নিরসনে ক্ষুদ্র বিমা

দারিদ্র্য নিরসনে ক্ষুদ্র বিমা চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট বক্তৃতায় তিনি আরও বলেন, দরিদ্র নারীদের ক্ষুদ্র বিমার আওতায় এনে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। সে জন্য বিমা খাত অটোমেশনের আওতায় আনা হচ্ছে। এ ছাড়া বিমা সেবাকে জনবান্ধব ও কল্যাণমুখী করার জন্য প্রবাসী বিমা, কৃষি বিমা, স্বাস্থ্য বিমা, গবাদিপশু বিমা, হাওর এলাকার জন্য শস্য বিমা ইত্যাদি চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

অর্থনৈতিক অঞ্চলে ৮ লাখ কর্মসংস্থান

বিনিয়োগ বৃদ্ধি ও তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে আনুমানিক এক কোটি লোকের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে ১৭টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ৯টি অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন এবং ২৮টি অর্থনৈতিক অঞ্চলে উন্নয়নকাজ চলছে। এগুলোতে ইতিমধ্যে প্রায় ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এবং আরও ৮ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অর্থনৈতিক অঞ্চলসমূহের জন্য মোট ২১০ জন বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় ২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।l

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা বৃদ্ধি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা ৮ থেকে ৪০ শতাংশে উন্নীতকরণের লক্ষ্যে সরকার প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট বক্তৃতায় তিনি বলেন, এর আওতায় ২০২০-২০২১ অর্থবছরে ২ হাজার ৭৬২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। ঢাকাসহ সারা দেশে আরও ১ হাজার ৫৩৬টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। পাশাপাশি ঢাকা মহানগরীর আবাসন সমস্যা সমাধানে পূর্বাচল নতুন শহরে পিপিপি পদ্ধতিতে ৬০ হাজার নতুন আবাসিক ফ্ল্যাট ও উত্তরা ১৮ নম্বর সেক্টরে ৮ হাজার ৪০০টি আবাসিক অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

জনমিতির সুবিধা পেতে কর অব্যাহতি

জনমিতির সুফল ভোগ করতে কৃষি, ফিশারিজ, বিজ্ঞান ও আইটি খাতের সব ধরনের ডিপ্লোমা ডিগ্রি ও ভোকেশনাল শিক্ষা ও অটোমোবাইল, এয়ারক্রাফট সংরক্ষণ, খাদ্য, ফুটওয়্যার, গ্লাস, মেকানিক্যাল, শিপ বিল্ডিং, লেদার, রেফ্রিজারেশন, সিরামিকস, মেকানিস্ট, গার্মেন্টস ডিজাইন ও প্যাটার্ন মেকিং, ফার্মেসি, নার্সিং, ইন্টিগ্রেটেড মেডিকেল, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, আলট্রাসাউন্ড, ডেন্টাল, অ্যানিমেল হেলথ অ্যান্ড প্রডাকশন সার্ভিস, ক্লদিং ও গার্মেন্টস ফিনিশিং ও পোলট্রি ফার্মিংয়ের ওপর পেশাগত প্রশিক্ষণ প্রদানে স্থাপিত প্রতিষ্ঠানসমূহকে শর্ত সাপেক্ষে ১০ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা প্রদানের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

সারচার্জের ধাপ কমছে

আড়াই কোটি টাকার ওপরে যাঁদের আয়, তাঁদের আয়করের পাশাপাশি সারচার্জ দিতে হয়। এবারের বাজেটে সারচার্জ আহরণ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সারচার্জের ধাপ হ্রাস করার প্রস্তাব দিয়েছেন। বর্তমানের সাতটি ধাপের পরিবর্তে পাঁচটি ধাপের প্রস্তাব করেছেন তিনি। এ ছাড়া আয় না থাকলে সম্পদের ওপর সারচার্জ পরিশোধের বিধান বিলোপ এবং ন্যূনতম সারচার্জ বিলোপেরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি বলেছেন, এতে সারচার্জের বিধান পরিপালন সহজ হবে এবং মধ্যবিত্তের কর লাঘব হবে।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

এমএফএস ব্যবহারের বাধ্যবাধকতা

আর্থিক অন্তর্ভুক্তিতে সরকার বিগত কয়েক বছরে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এবারের বাজেটে এই প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে আরও কিছু প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেগুলো হলো অর্থ পরিশোধে ব্যাংক ট্রান্সফারের বাধ্যবাধকতা থাকলে ব্যাংকের পাশাপাশি এমএফএসের বিধান অন্তর্ভুক্ত করা। ৫০ হাজার টাকার বেশি পরিশোধের ক্ষেত্রে ক্রস চেক এবং ব্যাংক ট্রান্সফার বা এমএফএস ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করার প্রস্তাব করা হয়েছে। সরবরাহ ও ঠিকাদারির বিল ব্যাংকিং বা এমএফএসের মাধ্যমে গ্রহণ করা না হলে প্রযোজ্য উৎসে করহারের অতিরিক্ত ৫০ শতাংশ কর্তন করা।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

ব্যবসা–বাণিজ্য সহজীকরণ

ব্যবসা–বাণিজ্য সহজীকরণে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক আইন এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালার প্রায়োগিক ও পদ্ধতিগত জটিলতা নিরসনে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শিল্পোদ্যোক্তাদের করভার হ্রাস করার লক্ষ্যে শিল্পের কাঁচামাল/উপকরণ আমদানির ক্ষেত্রে আগাম কর ৪ শতাংশ থেকে হ্রাস করে ৩ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন তিনি। এ ছাড়া ব্যাংক, বিমা ও বন্দর কর্তৃপক্ষের ইস্যু করা বিল ভ্যাট চালানপত্র হিসেবে গণ্য করাসহ আরও কিছু প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুরক্ষা

২০২১–২২ অর্থবছরের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুরক্ষায় বেশ কিছু প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রথমত, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদিত পণ্য আমদানিতে প্রযোজ্য শুল্ক–কর বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন তিনি। দ্বিতীয়ত, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যন্ত্রপাতি বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠান–নির্বিশেষে ১ শতাংশ হারে আমদানির সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া পেপারকাপ শিল্পের সুরক্ষায় এর প্রধান দুটি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান এবং তৈরি পণ্যের ন্যূনতম শুল্কায়নযোগ্য মূল্যবৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।

সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও বাড়ছে

কৃষি উপকরণ শুল্কমুক্ত থাকছে

গত এক দশকে দেশে কৃষি উৎপাদন অনেকটাই বেড়েছে। সে লক্ষ্যে কৃষি খাতের প্রধান উপকরণ যেমন সার, বীজ, কীটনাশক আমদানিতে আগের মতোই শুল্ক ছাড় অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় প্রধান খাদ্যদ্রব্যে বিদ্যমান শূন্য শুল্কহার অপরিবর্তিত রাখা এবং অন্য নিত্যসামগ্রী আমদানিতে প্রযোজ্য শুল্ক অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *