২০০ মিটারে ‘টিটমাস’ টেস্টে ব্যর্থ লেডেকি, ৭৫ মিনিট পর ১৫০০ মিটারে জিতলেন সোনা

১৫০০ মিটারে সোনা জিতলেও ২০০ মিটারে ব্যর্থ লেডেকি

১৫০০ মিটারে সোনা জিতলেও ২০০ মিটারে ব্যর্থ লেডেকিছবি: রয়টার্স

বুধবার মেয়েদের ৪০০ মিটারেই চমকটা দেখিয়েছিলেন আরিয়ার্ন টিটমাস। যে কেটি লেডেকি রিও অলিম্পিকে পুলে ঝড় তুলেছিলেন, ২০০ ও ৮০০ মিটার ফ্রি-স্টাইলে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন, সব মিলিয়ে পাঁচ ইভেন্টের চারটিতে সোনা ও একটি রুপা জিতেছিলেন, সেই লেডেকিকেই অবিশ্বাস্যভাবে হারিয়ে দেন টিটমাস। শেষ ১০০ মিটারে দারুণ সাঁতরে সেদিন সোনা জিতেছিলেন অস্ট্রেলিয়ার মেয়ে।

২০০ মিটারে আজ তাই লেডেকির বড় পরীক্ষা আবার ছিল সেই টিটমাসই। ‘টিটমাস টেস্ট’ বলা যেতে পারে! সেখানে আজ চরমভাবেই ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের মেয়েদের সাঁতারের গ্রেট লেডেকি। টিটমাস যেখানে অলিম্পিক রেকর্ড গড়ে ২০০ মিটারে সোনা জিতেছেন, লেডেকি সেখানে কিনা পোডিয়ামেই থাকতে পারলেন না!

কোনো পদকই জেতেননি, হয়েছেন পঞ্চম! অলিম্পিকের কোনো ফাইনালে এর চেয়ে বাজে পারফরম্যান্স করেননি নিজের তৃতীয় অলিম্পিকে আসা লেডেকি। রিও অলিম্পিকের লেডেকিকে যেন হারিয়ে খুঁজছিল টোকিও অলিম্পিক।

১৫০০ মিটারে সোনা জেতার পর সতীর্থ সুলিভানের সঙ্গে উচ্ছ্বাসরত লেডেকি।
১৫০০ মিটারে সোনা জেতার পর সতীর্থ সুলিভানের সঙ্গে উচ্ছ্বাসরত লেডেকি। 

তবে ৭৫ মিনিট পর আরেক ইভেন্টে এসে অবশেষে হতাশা কিছুটা ভুলতে পারলেন লেডেকি। এবার অলিম্পিক দিয়েই যাত্রা শুরু করা মেয়েদের ১৫০০ মিটারে সোনা জিতেছেন ২৪ বছর বয়সী মার্কিন সাঁতারু। অবশ্য নিন্দুকেরা বলতে পারেন, টিটমাস তো ১৫০০ মিটারে অংশ নেননি।

‘অন্তত একটা সোনা জিততে চেয়েছিলাম, অবশেষে সেই বক্সে টিকচিহ্ন দিতে পারছি’, সাঁতার শেষে ক্লান্ত লেডেকির একটুখানি স্বস্তি। ৭৫ মিনিটের মধ্যে পরপর দুটি ইভেন্টে নামা, এর মধ্যে একটি কিনা ১৫০০ মিটারের মতো কষ্টসাধ্য ব্যাপার…লেডেকির ক্লান্ত হওয়ারই কথা।

১৫০০ মিটারে সোনা-রুপা দুটিই গেছে যুক্তরাষ্ট্রের ঘরে। সোনা জেতার পথে লেডেকি সময় নিয়েছেন ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড, তাঁরই সতীর্থ এরিকা সুলিভান ১৫ মিনিট ৪১.৪১ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। জার্মানির সারাহ কোলার জিতেছেন ব্রোঞ্জ (১৫ মিনিট ৪২.৯১ সেকেন্ড)।

আরিয়ার্ন টিটমাস ৪০০ মিটারের পর ২০০ মিটারেও সোনা জিতলেন।
আরিয়ার্ন টিটমাস ৪০০ মিটারের পর ২০০ মিটারেও সোনা জিতলেন।

১৫০০ মিটারে বিশ্ব রেকর্ড লেডেকিরই, কিন্তু ১৫ মিনিট ২০.৪৮ সেকেন্ডের সেই বিশ্ব রেকর্ডের ধারেকাছেও আজ থাকতে পারেননি লেডেকি। অবশ্য যে সময় নিয়েছেন, সেটিও ১৫০০ মিটারে তাঁর সেরা সময়গুলোর একটি।

অলিম্পিকের সাঁতারে এবার যে তিনটি ইভেন্ট নতুন যোগ করা হয়েছে, এর মধ্যে মেয়েদের ১৫০০ মিটারের বাইরে আছে ছেলেদের ৮০০ মিটার ফ্রি-স্টাইল এবং ৪ গুণিতক ১০০ মিটার মিক্সড মিডলে।

১৫০০ মিটারে জিতেও অবশ্য লেডেকি নিন্দুকদের মন জিততে পেরেছেন কি না, সে সংশয় থেকেই যাচ্ছে। টিটমাস এখানে থাকলে লেডেকি সোনা জিততে পারতেন কি না, সে প্রশ্নও উঠছে! ১৫০০ মিটারের আগে আজ সকালে পুলে আরেকবার লেডেকিকে ছাপিয়ে সাঁতারে নতুন দিনের গান শোনালেন টিটমাস।

নতুন অলিম্পিক রেকর্ড ১ মিনিট ৫৩.৫০ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ২০০ মিটার ফ্রি-স্টাইলের সোনা জিতেছেন টিটমাস।

শেষ ৫০ মিটারে ঝড় তুলেছেন টিটমাস।
শেষ ৫০ মিটারে ঝড় তুলেছেন টিটমাস। 

হংকংয়ের সিওভান হওঘেই ১ মিনিট ৫৩.৯২ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। ব্রোঞ্জ উঠেছে কানাডার পেনি ওলেকসিয়াকের গলায় (১ মিনিট ৫৪.৭০ সেকেন্ড)। লেডেকি পঞ্চম হয়েছেন ১ মিনিট ৫৫.২১ সেকেন্ড সময় নিয়ে।

গত সোমবার মেয়েদের ৪০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জেতার পথে শেষ ১০০ মিটারে ঝড় তুলে লেডেকিকে অবিশ্বাস্যভাবে হারিয়ে দিয়েছিলেন টিটমাস, আজও আরেকবার শেষ দিকে নিজের ক্যারিশমা দেখালেন অস্ট্রেলিয়ান সাঁতারু। ১৫০ মিটারের সময়ও তিনি তৃতীয় ছিলেন, সেখান থেকে শেষ ৫০ মিটারে চমক দেখিয়ে জিতে গেলেন সোনা।

টিটমাসের এবারের অলিম্পিকে বাকি দুই ইভেন্ট—মেয়েদের ৮০০ মিটার ফ্রি-স্টাইল ও ৪ গুণিতক ২০০ মিটার রিলে। ৮০০ মিটারে লেডেকির সঙ্গে তাঁর আরেকবার লড়াই হচ্ছে নিশ্চিত, লড়াই হতে পারে ৪*২০০ মিটার রিলেতেও।

টোকিও অলিম্পিকে এবারের দারুণ গল্পই হয়ে উঠছে লেডেকির এই ‘টিটমাস টেস্ট’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *