স্পর্শকাতর জায়গা থেকে মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ

শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও ঘনবসতি এলাকাসহ স্পর্শকাতর জায়গা থেকে দ্রুত মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। 

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বাক্ষরের পর বৃহস্পতিবার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ রায় প্রকাশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

রায়ে আগামী চার মাসের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রায়ে আমদানি করা মোবাইল ফোনের তেজস্ক্রিয়তার (রেডিয়েশন) মাত্রা পরীক্ষা করার নির্দেশ দেন আদালত। রায়ের পর কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রতিবেদন আকার আদালতে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে গত ২৫ এপ্রিল এক রায়ে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ এবং জনসমাগম আছে এমন এলাকা থেকে চার মাসের মধ্যে মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ দেন হাইকোর্ট। বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেলফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত তেজস্ট্ক্রিয়তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় আদালত এ রায় দেন। ২০১২ সালে পরিবেশবাদী সংগঠন এইচআরপিবির করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মোবাইল কোম্পানির টাওয়ারের তেজস্ট্ক্রিয়তার মাত্রা ও স্বাস্থ্য এবং পরিবেশগত প্রভাব খতিয়ে নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *