কেন বাংলাদেশে শিক্ষিত মানুষেরা সম্মান পায়না?
আলী আমিন, যুক্তরাজ্য
এমন একটা স্বাধীন দেশ বানিয়েছি যেখানে শিক্ষিত, আলোকিত জ্ঞানী মানুষেরা সম্মান পায় না। সম্মান পায় ওদি, বদি ধুরন্দর, দুর্নীতিবাজ, ধান্দাবাজ, চোর বাটপারেরা। এই রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে পর্যন্ত এমন মানুষদের বসায় যাদের পদ থেকে পদত্যাগ করার ক্ষমতাও নাই। উল্টো বলে উপরে আল্লাহ আর নিচে নিয়োগকর্তা। আর নিয়োগ কর্তাও মানুষের কল্যানে কোন ভালো মানুষ না দিয়ে এমন মানুষকে ভিসি বানায় যেন তারা একেকজন একেকটা এক্সটেন্ডেড হাত। এইরকম অসংখ্য হাত দিয়ে তিনি বা তারা দূর্গা সেজেছেন বা সাজেন।
এই দেশে জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক সালিমুল হক, জামাল নজরুল ইসলাম, অধ্যাপক ইউনুসদের মত মানুষেরা কি মূল্যায়িত হয়েছে? ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মত মানুষ মারা যাওয়ার পর বিশ্বসেরা “The Lancet” এর মত জার্নাল, the guardian এর মত পত্রিকায় নিবন্ধন ছাপিয়েছে। পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক সালিমুল হকের মৃত্যুতেও the guardian এর মত পত্রিকায় নিবন্ধন ছাপিয়েছে। অধ্যাপক জামাল নজরুল ইসলাম ইংল্যান্ডে শিক্ষকতা ছেড়ে বাংলাদেশে চলে এসেছিলেন। দেশ কি তাকে কাজে লাগিয়েছে? আর অধ্যাপক ইউনুস কিভাবে নিজ দেশে নিগৃহীত হচ্ছেন সেটা দেশের মানুষ না দেখলেও বিশ্বের মানুষ দেখছে।
এখনো বাংলাদেশে অনেক যোগ্য মানুষ বিদেশ থেকে স্বেচ্ছায় চলে এসেছে। তাদেরকে কি এই দেশের সরকার সম্মান দিয়ে কাজে লাগাচ্ছে? ধরুন সরকার সরকারি কোন একটি জাতীয় গুরুত্বপূর্ণ একটি কাজের জন্য একটি কমিটি বানাবেন। সেই কমিটিতে সরকার কাদের খুঁজে এনে পদ দিবেন? প্রথমত সরকারি দলের চামচা হতে হবে। তারপর অমুক নেতা তমুক নেতার রেকমেন্ডেশন লাগবে। এমনকি ছাত্র নেতাদের রেকোমেন্ডেশনও কাজে লাগে বলে শুনেছি। এমন দেশটি আসলেই কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
এই দেশের সরকার তাদেরকেই সম্মান দেয় যারা তাদের তোষামোদি করবে। এর বাহিরে কাউকে সরকার লবা দিয়েও পুছে না, পিরিয়ড! অর্থাৎ আত্মসম্মানবোধ, বিচার বিবেচনাবোধ বিসর্জন দিয়ে সম্পূর্ণ একজন অমানুষ হতে পারলেই এই দেশের সরকারেরা খাতির করে এনে পদ পদবি দিবে। সুতরাং শিক্ষিত খারাপ মানুষ চেনার উপায় হলো কোন শিক্ষিত মানুষ যদি কোন বড় পদ পেয়ে যায়। দিব্যি করে বলেনতো এই দেশের কতজন মানুষ সালিমুল হককে চিনতেন? আমর স্ত্রী চিনতো। বেশ কয়েকবার উনার সাথে কথা হয়েছে তার। আমার স্ত্রী আমাকে বলেছিল অনেকদিন পর ভীষণ একজন ভালো মানুষের সাথে কথা বললাম।
যেই দেশে ভালো মানুষেরা যেহেতু সম্মান পায় না, যেই দেশে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশে ফিরে আসলে চাকুরী পায় না সেই দেশে সৎ যোগ্য মানুষ কিভাবে পাবেন? সব কিছু মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরী করা হয়েছে সরকারের তোষামোদি করতে পারার আর্ট লব্ধ করতে পারলেই কেবল এই দেশে বসবাস যোগ্য সেই দেশ যেমন চলার কথা তেমনি চলছে। চোখের সামনে দেখছি কিভাবে খারাপ মানুষেরা রিওয়ার্ডেড হচ্ছে আর ভালো মানুষেরা অভিশপ্ত হচ্ছেন।
প্রকাশক, দৈনিক নবযুগ